Ajker Patrika

‘আমি সরকার দলের লোক, তরে বাইন্ধা রাখুম’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২: ৫৬
‘আমি সরকার দলের লোক, তরে বাইন্ধা রাখুম’

৯ মাসের বকেয়া বিল আদায় করতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ কর্মীদের মারধরে ক্রিকেটের ব্যাট নিয়েও তেড়ে আসেন আওয়ামী লীগ নেতা রুহুল আমীন।

গত মঙ্গলবার হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমীন সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় রুহুল আমীন ক্রিকেট ব্যাট নিয়ে পল্লী বিদ্যুৎ কর্মীদের দিকে তেড়ে যান। এ সময় তিনি বলেন ‘আমি সরকার দলের লোক, তরে বাইন্ধাঁ রাখমু।’ সঙ্গে পল্লী বিদ্যুৎ কর্মীদের দা দিয়ে কোপানোর হুমকিও দেন।

অভিযোগের বিষয়ে রুহুল আমীন অস্বিকার করে বলেন, ‘আমার কিছু বকেয়া বিল ছিল। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা আমার বাড়িতে আসেন। আমি বাড়িতে না থাকায় মোবাইল ফোনে তাঁদের কাছে কিছুক্ষণ সময় চাই। কিন্তু সৃময় না দিয়ে তাঁরা আমার সংযোগটি কেটে ফেলেন। এরপর তাঁদের সঙ্গে আমার বাগ্‌বিতণ্ডা হয়। আমি তাঁদের মারধরের হুমকি দেইনি। পরে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বকেয়া বিল পরিশোধও করেছি।’

এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আলীবর্দী খান সুজন বলেন, ‘বকেয়া বিল আদায় করতে কর্মকর্তারা রুহুল আমীনের বাড়িতে যান। এ সময় তিনি কর্মীদের মারতে ক্রিকেটের ব্যাট নিয়ে তেড়ে আসেন। এমনকি অকথ্য ভাষায় গালিও দেন। পরে তিনি বকেয়া বিল পরিশোধ করেছেন। তবে তাঁর বিদ্যুৎ সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। রুহুল আমীনের নামে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা এখনো অভিযোগ দেননি। অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত