Ajker Patrika

নাসিরনগরে বিজ্ঞান মেলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪০
নাসিরনগরে বিজ্ঞান মেলা

৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই বিজ্ঞান মেলা করা হয়।

প্রধান অতিথি স্থানীয় সাংসদ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম ভার্চুয়ালি এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূঁইয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ মেলায় উপজেলার কলেজ, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে ১৪টি স্টলে খুদে বিজ্ঞানীদের নানা আবিষ্কারের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। এদের মধ্যে থেকে ৪টি বিভাগে ২১ জনকে পুরস্কৃত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত