Ajker Patrika

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আফজাল হোসেন

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আফজাল হোসেন

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। ৪ জুন টেলিসিনে অ্যাওয়ার্ডের ২০তম আসরে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আফজাল হোসেন এখন আছেন কলকাতায়। সেখান থেকে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। খুবই ভালো লাগছে। যেকোনো প্রাপ্তিই তো আনন্দের। তাই নিশ্চিতভাবেই এই প্রাপ্তি আমার জন্য খুব আনন্দের বিষয়। কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য—সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। এটা দুঃখজনক।

তবে, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে কলকাতার দর্শক ঢাকার নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমার ধারণা, কলকাতায় কাজের ব্যাপ্তি বাড়লে ঢাকার শিল্পীদেরও ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তি বাড়ত। কেননা, আমাদের ভাষা এক। সংস্কৃতিওর ভীষণ মিল রয়েছে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রধান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটাও ভালো লাগার বিষয়।’

সম্প্রতি আফজাল হোসেন শেষ করেছেন তাঁর পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। এ ছাড়া তিনি অভিনয় করেছেন ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে নির্মিত সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ‘অপরাজেয়’ সিনেমায়। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়া হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং শেষ করেছেন আফজাল। এতে তাঁর সঙ্গে আছেন রোকেয়া প্রাচী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত