Ajker Patrika

অকেজো ট্রেনের বগি যাত্রীদের দুর্ভোগ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩: ২৮
অকেজো ট্রেনের বগি যাত্রীদের দুর্ভোগ

নীলফামারী থেকে যশোর ও খুলনা যাওয়ার ট্রেনের কোনো টিকিট বিক্রি হচ্ছে না। ওইসব স্থানের যাত্রীরা টিকিট কাউন্টারে ভিড় করছেন; কিন্তু তাঁদের কাছে আসনের বিপরীতে টিকিট বিক্রি করা হচ্ছে না।

জানা যায়, নির্ধারিত বগি না থাকায় নীলফামারী স্টেশন থেকে সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন গন্তব্যে যেতে দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রীদের। রেল কর্তৃপক্ষ জানায়, নীলফামারীর যাত্রীদের জন্য বরাদ্দ দুটি বগি অকেজো হয়ে পড়ে আছে প্রায় এক মাস।

আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে করে খুলনায় যাওয়ার জন্য কিশোরগঞ্জ থেকে স্টেশনে আসেন ব্যবসায়ী আমিনুর রহমান। তিনি আজকের পত্রিকাকে জানান, ব্যবসার কাজে তাঁকে খুলনা যেতে হবে; কিন্তু স্টেশনে এসে জানতে পারেন খুলনার কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না।

নীলফামারী রেলস্টেশনের বুকিং সহকারী শামীম হোসেন বলেন, নীলফামারী স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, নাটোর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, যশোর, খুলনার যাত্রীদের জন্য রূপসা ট্রেনে আসন বরাদ্দ আছে ৫৫টি। সীমান্ত এক্সপ্রেসে ৭৭টি। বগিসংকটে রূপসা এক্সপ্রেসে শুধু নাটোরের ১০, চুয়াডাঙ্গার ৫ ও পোড়াদহের ৫টি আসন এবং সীমান্ত এক্সপ্রেসে সান্তাহারের ৫, নাটোরের ৫, ঈশ্বরদীর ৫, ভেড়ামারার ৫, পোড়াদহের ৫ ও চুয়াডাঙ্গার ৫টি আসন দেওয়া হয়েছে। ওই দুই ট্রেনে খুলনা ও যশোরের যাত্রীদের জন্য কোনো আসন দেওয়া নেই।

স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, নীলফামারী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দুটি বগি মেরামতের জন্য গত ২৩ ডিসেম্বর কারখানায় পাঠানো হয়েছে। বিকল্প বগি না দেওয়ায় ওই পথের যাত্রীদের আসন দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ এসব ট্রেনের সঙ্গে বগি দুটি সংযোজন করা হবে তা তিনি জানাতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত