Ajker Patrika

বাউফলে আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১: ০৭
বাউফলে আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়মের অভিযোগ

বাউফল উপজেলায় একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের প্রতিকার চেয়ে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের তালতলি ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসায় ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। ২০১৬–১৭ অর্থবছরে দরপত্রের মাধ্যমে ২ কোটি ৬ লাখ টাকার কাজটি পান মেসার্স আল আমিন সিকদার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্পটির নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ও শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, মেঝেতে যে ঢালাই দেওয়া হয়েছে তা হাত দিয়ে জোরে চাপ দিলেই খণ্ড খণ্ড হয়ে উঠে আসে। দেয়ালের পলেস্তারা হাতের ঘষায় ঝুরঝুড়িয়ে পড়ে যাচ্ছে। ভবনটির বিভিন্ন স্থানের পলেস্তারা এখনই খসে খসে পড়ছে। অথচ এখন পর্যন্ত ভবনটি হস্তান্তর করা হয়নি।

তালতলী ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, ‘ভবন নির্মাণে অনিয়ম হচ্ছে বিষয়টি বারবার ঠিকাদারকে বলা সত্ত্বেও তিনি কোনো ভ্রুক্ষেপ করেননি। তিনি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করেছেন।’ এ বিষয়ে এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভুট্টো বলেন, ‘বর্তমানে প্রকল্পটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে দেওয়ালের পলেস্তারা আর মেঝের ঢালাই উঠে যাচ্ছে। দেওয়ালে ফাটল ধরেছে।’

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আল আমিন সিকদার জানান, শিডিউল অনুযায়ী কাজ করেছেন তিনি। কাজে কোনো রকম অনিয়ম হয়নি। এলাকার কিছু মানুষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মাদ্রাসার পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এখন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত