Ajker Patrika

শসা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২: ৪৩
শসা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কৃষকদের আগ্রহ বাড়ছে শসা চাষে। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় শসা চাষে আগ্রহ বেড়েছে তাঁদের। গতকাল রোববার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে প্রায় সব মাঠেই কম-বেশি শসা চাষ হচ্ছে। মুজিবনগর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার ১ শত ৪০ হেক্টর জমিতে শসার আবাদ হচ্ছে।

বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের কৃষক আজাদ মোড়ল জানান, এবার পাঁচ বিঘা জমিতে শসার চাষ করেছেন তিনি। প্রতিদিন ১৬০ থেকে ২০০ কেজি করে শসা সংগ্রহ করে ১৫ টাকা থেকে ১৭ টাকা করে পাইকারি বিক্রি করছেন তিনি। বিক্রি চলবে আরও প্রায় মাস খানিক। তিনি আরও জানান, পাঁচ বিঘা জমিতে শসা চাষ করতে বিঘা প্রতি ৩০ হাজার টাকা করে মোট খরচ পড়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। পাঁচ বিঘা জমি থেকে ৩ থেকে ৪ লাখ টাকার শসা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

আরেক কৃষক নায়েব আলী জানান, ছয় বিঘা জমিতে শসা চাষ করেছেন তিনি। সবকিছু মিলিয়ে এক বিঘা শসার জমিতে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মতো খরচ হয়। ভালোমতো ফলন হলে এক বিঘা জমি থেকে ৬০ থেকে ৭০ হাজার টাকার শসা বিক্রি করা যায়। তিনি আরও জানান, এবার বাগোয়ান গ্রামের শগনিতলার মাঠে প্রায় ১৫০ বিঘা জমিতে শসা চাষ হচ্ছে।

স্থানীয় সবজি ব্যবসায়ীরা জানান, বর্তমানে এলাকায় শসাসহ অন্যান্য সবজির ব্যাপক চাষ হচ্ছে।

মুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুজ্জামান বলেন, ‘কৃষি বিভাগের নির্দেশনার পাশাপাশি কৃষকদের পরিশ্রম ও আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে শসার ভালো ফলন হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত