Ajker Patrika

পুনর্নির্বাচনের দাবি আ.লীগ প্রার্থীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ২২
পুনর্নির্বাচনের দাবি আ.লীগ প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত অরুয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পুনরায় দাবি করেছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম গাজী। গত শনিবার বিকেলে সরাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ তুলে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন আমার নিজ গ্রামসহ নৌকা সমর্থিত ৪টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ উপস্থিত থেকে একটু পর পর ভোটারদের ধাওয়া করে কেন্দ্র থেকে সরিয়ে দেন। ভোটারেরা আতঙ্কিত হয়ে ঠিকমতো ভোট দিতে পারেননি। এমনকি আমার এজেন্টদের কক্ষে আটক রাখা হয়। ভোট গণনার পর এজেন্টদের ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া নৌকার ব্যাজ পরা ৩৫ জন লোককে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’

শফিকুল আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশাররফ হোসেন এলাকায় গুজব ছড়িয়েছেন যে আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এতে নৌকার সকল কর্মী-সমর্থক নিজ নিজ দায়িত্ব থেকে ছিটকে পড়েন। এ সুযোগে লাঙল প্রতীকের প্রার্থী ও তাঁর লোকজন জাল ভোট নিয়ে জয় লাভ করেছেন। এসব বিষয় আমি লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। আমি নির্বাচনের সকল অনিয়মের বিচার চাই এবং পুনরায় নির্বাচন চাই।’

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর সরাইল উপজেলায় ৯টি ইউপির নির্বাচন সম্পন্ন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত