Ajker Patrika

গরিবের চাল আত্মসাতের প্রমাণ মিলেছে তদন্তে

গোপালগঞ্জ প্রতিনিধি
গরিবের চাল আত্মসাতের প্রমাণ মিলেছে তদন্তে

গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগের প্রমাণ মিলেছে প্রশাসনের তদন্তে। দু-এক দিনের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ।

জানা গেছে, ১০ অক্টোবর ভুক্তভোগীদের কয়েকজন এ ব্যাপারে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,  ভুক্তভোগীরা জানতে পারেন, অনেক আগেই তাঁদের নামে ভিজিডি কার্ড হয়েছে এবং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব আলী শেখ তাঁদের নামের কার্ডের সব চাল উত্তোলন করেছেন। তাঁরা লিখিত অভিযোগ করেছন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও গত ৩১ অক্টোবর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, তদন্তকাজ শেষ করে তদন্ত কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ইউএনও ফেরদৌস ওয়াহিদ বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত