Ajker Patrika

জেমসের আরও এক নতুন গান

জেমসের আরও এক নতুন গান

পেছনে শহরের ব্যাকড্রপ। সারি সারি অট্টালিকা, পথচলতি মানুষের ভিড়, ট্রাফিক লাইট, পাশ দিয়ে চলে যাওয়া উড়ালপথ। চিরচেনা এই নাগরিক পরিবেশ সঙ্গী করে পার্কের হলুদ বেঞ্চে বসে আছেন জেমস। পরনে সিগনেচার পোশাক—কালো টি-শার্ট। সোজাসুজি ক্যামেরার চোখে চোখ। পাশে রাখা প্যাকেটবন্দী গিটার বেজে ওঠার অপেক্ষায়। কোনো কিছুর কি আভাস দিচ্ছেন নগরবাউল? কোনো সুখবর?

সুখবর তো অবশ্যই। সংগীতাঙ্গনে এই মুহূর্তের বড় সুখবর—জেমসের নতুন গান। প্রায় এক যুগ পর গত চাঁদরাতে নতুন গান নিয়ে এসেছিলেন তিনি। ‘আই লাভ ইউ’ শিরোনামের গানটি ভক্ত-শ্রোতাদের উৎসর্গ করেছিলেন। গানে গানে ভক্তদের বলেছিলেন, ‘তোরাই আমার জান, তোরাই আমার গান’। জানিয়েছিলেন, ভক্তদের ছাড়া তিনি কতটা একা! গানটি প্রকাশের আগে এক সংবাদ সম্মেলনে জেমস জানান, তাঁর সঙ্গে নতুন কয়েকটি গানের চুক্তি করেছে ‘বসুন্ধরা ডিজিটাল’ প্ল্যাটফর্ম। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ হবে। ‘আই লাভ ইউ’ ছিল সেই সিরিজের প্রথম গান। গানটি শ্রোতাদের অত মনঃপূত না হলেও নগরবাউল যে নতুন গান নিয়ে এসেছেন, এতেই উচ্ছ্বসিত ছিলেন সবাই।

তিন মাস পর নতুন গান নিয়ে ফিরছেন জেমস। এ গানটিও প্রকাশ হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম, প্রকাশের তারিখ—এসব তথ্য এখনই দিতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান। তবে আভাস পাওয়া গেছে, আগামী মাসের শুরুর দিকে প্রকাশ হতে পারে গানটি। জেমসের আরও কিছু গানের মতোই এ গানেও উঠে আসবে নাগরিক জীবনের বয়ান। আগের গানটি বিশু শিকদারের সঙ্গে যৌথ রচনার পাশাপাশি সুর করেছিলেন জেমস। জানা গেছে, নতুন গানটিও সুর করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত