Ajker Patrika

মঞ্চনাটক: যুক্তরাষ্ট্রের চার শহরে ‘শকুন্তলা’

মঞ্চনাটক: যুক্তরাষ্ট্রের চার শহরে ‘শকুন্তলা’

আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে আসে সেলিম আল দীনের ‘শকুন্তলা’। দারুণ সাড়া ফেলে নাটকটি। ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে নতুন করে মঞ্চে এসেছে শকুন্তলা। যুক্তরাষ্ট্রের অস্টিন, সান আন্তোনিও, ডালাস ও হিউস্টন—চার শহরে প্রদর্শিত হচ্ছে নাটকটি। যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে এবার নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা এতে অভিনয় করছেন।

১৯৯৫ সালের দিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে শকুন্তলার নির্দেশনা দিয়েছিলেন সেলিম। একসময় নাটকটির পর্ণের চরিত্রটি করেছিলেন তিনি। এবার নির্দেশনার পাশাপাশি তিনি অভিনয় করছেন তক্ষকের চরিত্রে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ঢাকা থিয়েটারের অনুমতি নিয়েই ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে কাজটি হচ্ছে। প্রায় ছয় মাস অনলাইনে নাটকটির রিহার্সাল করিয়েছি।’

এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে গেছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করানোর পর ২২ জুন অস্টিনে শকুন্তলার মঞ্চায়ন হয়। এরপর হিউস্টনে ২৯ জুন, সান আন্তোনিওতে ৭ জুলাই এবং ডালাসে ১২ ও ১৩ জুলাই দেখা যাবে নাটকটি। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সেই প্রথম মঞ্চে আসার সময় থেকেই আমি নাটকটির সঙ্গে যুক্ত। তাই কাজটি করতে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না।’

শহীদুজ্জামান সেলিমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ‘শকুন্তলা’ নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে তাঁর কোনো নাটক মঞ্চস্থ হয়নি। আগামী ১৮ আগস্ট সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে “শকুন্তলা” প্রদর্শনীর মধ্য দিয়ে সেলিম আল দীনের জন্মোৎসবও উদ্‌যাপন করব। সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ পরিক্রমায় পরবর্তী সময়ে তাঁর আরও নাটক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মঞ্চস্থ হবে।’

শহীদুজ্জামান সেলিম ছাড়া এ নাটকে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘শকুন্তলা’ নাটকটির নতুন করে পোস্টার পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন যৌথভাবে নাসরীন নাহার ও রোজী সিদ্দিকী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...