Ajker Patrika

ভাঙা রাস্তায় দুর্ভোগে ক্ষোভ

হিজলা প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৪৭
ভাঙা রাস্তায় দুর্ভোগে ক্ষোভ

হিজলায় ভাঙাচোরা রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ চলাচলেও ভোগান্তির শিকার হতে হয়। গত বর্ষার মৌসুমে হিজলা উপজেলার পূর্ব পাড়ের অনেক রাস্তাঘাট ভেঙে যায়। কিন্তু বর্ষার মৌসুম চলে গেলেও দুর্ভোগের রাস্তাগুলো সংস্করণ বা মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হরিনাথপুর ইউনিয়নের পূর্বপাড়ে ছয়গাও বাজার হতে নাছোকাটি যাওয়ার রাস্তার পাশ দিয়ে রয়েছে খাল। বর্ষার মৌসুম আসলে এসব খালের প্রচুর জোয়ারের পানি এসে রাস্তায় চাপ পড়ে। আর রাস্তার মাটিগুলো ভেঙে খালে পড়ে। এভাবেই নাছোকাঠি হতে ছয়গাও বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যানবাহন চলাচল প্রায় বিচ্ছিন্ন রয়েছে। খায়ের সরদার ও মালেক রাড়ি বাড়ির সামনের রাস্তাটি একেবারে ভেঙে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় রাস্তার একপাশ থেকে অন্য পাশে। ভাঙা রাস্তা দিয়ে স্কুলে যেতে ছোট বাচ্চাদের খুবই সমস্যায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা মোটরসাইকেল চালক সুলাইমান জানান, লাছোকাঠি বাজার হতে ছয়গাও বাজার পর্যন্ত কয়েকটি জায়গায় রাস্তা ভেঙে গেছে। এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য। প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হয়। কয়েক দিন আগে একটি বাচ্চা দুর্ঘটনার শিকার হলে তার মাথা ফেটে যায়।

হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য চর ছয়গাও গ্রামের আবু সাইদ বলেন, ‘ছয়গাও বাজার হতে নাছোকাঠি পর্যন্ত ৮টি স্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে আমাদের স্থানীয় এমপি পংকজ নাথের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান ও উপজেলা সহকারী প্রকৌশলী ওবায়েদুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করেন। শিগগিরই রাস্তার কাজ শুরু হবে।

হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান বলেন, ‘আমি ভাঙা রাস্তাগুলো দেখেছি। আমাদের স্থানীয় সাংসদ এমপি পংকজ নাথ এই রাস্তা মেরামতের প্রকল্প হাতে নিয়েছেন। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।’

এ বিষয়ে জানতে হিজলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসানকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

উপজেলা সহকারী প্রকৌশলী ওবায়েদুল ইসলাম জানান, ওই এলাকার ভাঙা রাস্তাগুলো মেরামতের জন্য প্রকল্প অফিস থেকে মাটি কাটার কাজ করতে বলা হয়েছে। পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে কী করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত