Ajker Patrika

পুলিশের সার্ভিস ডেস্ক উদ্বোধন গৃহহীনের ঘর হস্তান্তর

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫: ৩২
পুলিশের সার্ভিস ডেস্ক উদ্বোধন গৃহহীনের ঘর হস্তান্তর

মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য ঘর হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

ব্রাহ্মণপাড়া: গতকাল সকালে ব্রাহ্মণপাড়া থানায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

থানা-পুলিশের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা, উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, সোহানা খাতুন, শফিকুল ইসলাম, শেখ মফিজুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

মুরাদনগর: মুরাদনগর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উপলক্ষে গতকাল সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে যুক্ত হন মুরাদনগর থানা-পুলিশের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনি প্রমুখ।

মেঘনা: গৃহহীনের জন্য নির্মিত ঘর হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছে মেঘনা থানা-পুলিশ। গতকাল থানা কম্পাউন্ডে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন, পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম, উপপরিদর্শক আহমেদ মোর্শেদ প্রমুখ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক চালু করেছে।

চৌদ্দগ্রাম: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর উদ্বোধনের আওতায় ছিল চৌদ্দগ্রাম থানা। গতকালের ভার্চুয়াল অনুষ্ঠানে থানা-পুলিশের সদস্যরা যোগ দেন।

চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, উপপরিদর্শক মনির হোসেন, উপপরিদর্শক আরিফ হোসেন প্রমুখ।

হোমনা: হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে ঘর হস্তান্তর করা হয়েছে।

হোমনা থানা মিলনায়তনে ভিডিও কনফারেন্সে যুক্ত হন হোমনা থানার ওসি (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, উপপরিদর্শক আশেকুল ইসলাম, শামীম সরকার, নিভূ রঞ্জন দত্ত রাশেদুল ইসলাম, সেলিম চৌধুরী, এএসআই মোরশেদ আলম, বদরুল আজিম, মো. মাসুদ ও আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন রনি প্রমুখ।

দেবিদ্বার: দেবিদ্বার থানা-পুলিশের বসতঘর পেয়েছেন মোসা. ছাইদা আক্তার। ছাইদা আক্তার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের বাসিন্দা।

প্রকল্পের আওতায় নির্মিত ঘরে রয়েছে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও শৌচাগার।

উপকারভোগী ছাইদা আক্তার বলেন, ‘আমি কৃতজ্ঞ। অসহায় আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ।’

দাউদকান্দি: উদ্বোধনী অনুষ্ঠানে দাউদকান্দি মডেল থানার গণশুনানি হলে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) শফিউল আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত