Ajker Patrika

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৫১
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিতে মাগুরার শালিখায় তলিয়ে গেছে, ফসলের মাঠ। উপজেলার প্রায় সব এলাকায় দেখা গেছে পানির ওপরে ধান ভাসছে।

উপজেলার উজ গ্রামের বারাঙ্গার বিলে গিয়ে দেখা যায়, কৃষক সুজন ও টিপু বিশ্বাস গলাপানিতে সাঁতরে ধান টেনে রাস্তায় তুলছেন।

কৃষক সুজন বলেন, পানিতে আমার ১ বিঘা (৬০ শতাংশ) জমির ধান রয়েছে। আমি সাঁতরে ধান রাস্তায় তুলছি।

আরও দেখা যায়, পানির ড্রাম এক সঙ্গে বেঁধে দিয়ে তার ওপর ধান বোঝায় করে রাস্তায় ধান টেনে তুলছেন আমন চাষি শফিকুল ইসলাম।

শফিকুল বলেন, ‘ভাই কী আর করব আমার ২ বিঘা জমির ধান এখনো পানিতে ভাসছে। আজ ধান তুলতে না পারলে পানিতে নষ্ট হয়ে যাবে। টানা বৃষ্টির কারণে শুধু ধান নয় সরিষা, মসুরি, সবজি সব নষ্ট হয়ে গেল আমার। আমি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এখন ক্ষয়-ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে। প্রতিবেদন দেওয়ার পর সরকারের পক্ষ থেকে যদি অনুদান হয় তখন আমরা কৃষকদের সহায়তা করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত