পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তাঁর বিষয়ে বিভিন্ন তথ্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারকে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, অভিযুক্ত রবিউল ইসলামের বিষয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি থাকলে পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানানো হবে।
রবিউল ইসলাম রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ছদ্মনামসহ তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় পরোয়ানা রয়েছে। তিনি ভারতে পালিয়ে গিয়ে আরাভ খান নামে সে দেশের পাসপোর্টে দুবাই পাড়ি জমান। গত মার্চ মাসের মাঝামাঝি ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশ থেকে তারকাদের নিয়ে দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করিয়ে তিনি আলোচনায় আসেন। এর কয়েক দিন পরই তিনি দুবাইয়ে আত্মগোপনে চলে যান।
তিস্তার বিষয়ে চিঠির জবাব আসেনি
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি প্রত্যাহারের জন্য নতুন দুটি খাল খনন করতে চায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এ বিষয়ে তথ্য চেয়ে দেশটির কাছে মার্চ মাসের শুরুর দিকে কূটনৈতিক পত্র দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ভারত থেকে এ বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি।
ভিসা-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে আটক আট বাংলাদেশি সম্পর্কে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, এই আটজনের মধ্যে ছয়জনের পরিচয় সরকার জানতে পেরেছে।
মিয়ানমারের একটি প্রতিনিধিদলের কক্সবাজার সফর প্রসঙ্গে মুখপাত্র বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টার অংশ হিসেবে দেশটির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল তথ্য যাচাইয়ে সরাসরি ১৬৮ রোহিঙ্গা পরিবারের ৪৮০ সদস্যের সাক্ষাৎকার নেয়। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চলমান থাকলেও কবে প্রত্যাবাসন শুরু হবে, তার তারিখ নির্দিষ্ট করা হয়নি।
র্যাবসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, র্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করা হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারকে বাংলাদেশ ভিন্নমত দমন হিসেবে দেখছে কি না–এ প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং তা মার্কিন আদালতে বিচারাধীন। এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। এর কারণ হিসেবে মুখপাত্র জানান, যখনই জাতিসংঘে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটের ব্যাপার থাকে, তখন বাংলাদেশ সাধারণত ভোটদানে বিরত থাকে।
পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তাঁর বিষয়ে বিভিন্ন তথ্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারকে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানান, অভিযুক্ত রবিউল ইসলামের বিষয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি থাকলে পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানানো হবে।
রবিউল ইসলাম রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ছদ্মনামসহ তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় পরোয়ানা রয়েছে। তিনি ভারতে পালিয়ে গিয়ে আরাভ খান নামে সে দেশের পাসপোর্টে দুবাই পাড়ি জমান। গত মার্চ মাসের মাঝামাঝি ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশ থেকে তারকাদের নিয়ে দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করিয়ে তিনি আলোচনায় আসেন। এর কয়েক দিন পরই তিনি দুবাইয়ে আত্মগোপনে চলে যান।
তিস্তার বিষয়ে চিঠির জবাব আসেনি
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি প্রত্যাহারের জন্য নতুন দুটি খাল খনন করতে চায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এ বিষয়ে তথ্য চেয়ে দেশটির কাছে মার্চ মাসের শুরুর দিকে কূটনৈতিক পত্র দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ভারত থেকে এ বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি।
ভিসা-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে আটক আট বাংলাদেশি সম্পর্কে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, এই আটজনের মধ্যে ছয়জনের পরিচয় সরকার জানতে পেরেছে।
মিয়ানমারের একটি প্রতিনিধিদলের কক্সবাজার সফর প্রসঙ্গে মুখপাত্র বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টার অংশ হিসেবে দেশটির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল তথ্য যাচাইয়ে সরাসরি ১৬৮ রোহিঙ্গা পরিবারের ৪৮০ সদস্যের সাক্ষাৎকার নেয়। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চলমান থাকলেও কবে প্রত্যাবাসন শুরু হবে, তার তারিখ নির্দিষ্ট করা হয়নি।
র্যাবসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, র্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করা হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারকে বাংলাদেশ ভিন্নমত দমন হিসেবে দেখছে কি না–এ প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং তা মার্কিন আদালতে বিচারাধীন। এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। এর কারণ হিসেবে মুখপাত্র জানান, যখনই জাতিসংঘে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটের ব্যাপার থাকে, তখন বাংলাদেশ সাধারণত ভোটদানে বিরত থাকে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫