Ajker Patrika

সাম্প্রদায়িক সহিংসতা রোধে মানববন্ধন

বরগুনা ও পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০: ৩০
সাম্প্রদায়িক সহিংসতা রোধে মানববন্ধন

কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকার হিন্দু মন্দিরে ভাঙচুর ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার সব ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–টিআইবির আয়োজনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা সচেতন নাগরিক কমিটি (সনাক)। সনাক সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও মনির হোসেন কামালের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন, আবদুর রব ফকির, লুৎফর রহমান খান, শামসুদ্দিন খান শানু, বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির জেলা সাধারণ সম্পাদক খোকন কর্মকার প্রমুখ।

এ সময় সনাক সভাপতি তাঁর বক্তব্যে ছয় দফা দাবি তুলে ধরেন। সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়া, ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতা রোধে শিক্ষাক্রমে পাঠ্য বিষয় অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সহিংস ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার প্রধান গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সনাকের সাবেক সভাপতি পীযূষ কান্তি হরি। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সনাক সদস্য আব্দুর রব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজল বরণ দাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত