Ajker Patrika

হত্যা মামলায় স্বামী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২: ৫৪
হত্যা মামলায় স্বামী কারাগারে

পঞ্চগড়ে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে পুলিশ।

গত বুধবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে রোকেয়া বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। রোকেয়া একই এলাকার এরশাদ হোসেনের স্ত্রী। তাঁদের দুই মেয়ে রয়েছে। রোকেয়ার মৃত্যু রহস্যজনক হওয়ায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ওই দিন থানায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে এক প্রতিবেশী রোকেয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের ডাক দেন। পরে তাঁরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রোকেয়ার বাবা রবিউল ইসলাম বলেন, ভোরবেলা জামাই ফোন করে জানায় আপনার মেয়ে রাতে বাড়ি থেকে বের হয়ে গেছে। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার দিন রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল বলে পড়শিরা জানান।

রোকেয়ার বাবা আরও বলেন, আমার মেয়ে একজন শিক্ষিত নারী। তার দুটি সন্তান রয়েছে। সে কখনোই আত্মহত্যা করতে পারে না। তার স্বামীসহ পরিবারের লোকেরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার রোকেয়ার বাবা জামাতা এরশাদসহ তাঁর ছয় ভাই ও এক বোনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকে খানায় নেওয়া এরশাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত