Ajker Patrika

গোহালিয়া খাল পুনর্খননের কাজ শুরু

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ৪৮
গোহালিয়া খাল পুনর্খননের কাজ শুরু

সখীপুরে গোহালিয়া খালের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু এর উদ্বোধন করেন।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প খনন কাজের বাস্তবায়ন করছে বলে জানা গেছে।

জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার গজারিয়া ইউনিয়নের শামসুল হকের বাড়ির পাশ থেকে তিরোজিয়া চালা সেতু পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার খালের পুনঃখনন করা হবে। যার ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্বে সহকারী প্রকৌশলী মুনতাসির মাহফুজ, উপসহকারী প্রকৌশলী রুবেল মিয়া ও ফজলুল হক, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, গজারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিম মিয়া, ইউপি সদস্য মো. শাহাদৎ হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুমি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত