Ajker Patrika

তারাকান্দায় দুই পক্ষের সংঘর্ষ, আটক ৭

তারাকান্দা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৬
তারাকান্দায় দুই পক্ষের সংঘর্ষ, আটক ৭

তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক তালুকদারের কর্মী-সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আবু হুরায়রার সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিসি ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। গত সোমবার রাত ১০টার দিকে ইউপির ভালকী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হুরায়রা তাঁর সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী উঠান বৈঠকে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হকের কর্মী-সমর্থকেরা বাধা দেয় এবং বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই ঘটনার জের ধরে রাত ১২টার দিকে ইকরামুলের কর্মী-সমর্থকেরা আবু হুরায়রার বাড়িতে হামলা করে পাঁচটি মোটরসাইকেল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসে।

স্বতন্ত্র প্রার্থী আবু হুরায়রা বলেন, ‘উঠান বৈঠকে যাওয়ার পথে শুধু বাধাই দেয়নি বাড়িতে এসে হামলা করে মোটরসাইকেল ও সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। আমার ভোটের মাঠ ভালো দেখে তাঁরা বাধা দিচ্ছে।

আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক বলেন, ‘আমার কর্মী-সমর্থকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। কিন্তু মোটরসাইকেল ও সিসি ক্যামেরা কারা ভাঙচুর করেছে তা বলতে পারব না।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত