Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ

পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেংহারী ইউনিয়নের সহিমন পাড়া গ্রামে।

ওই ঘটনায় বিদ্রোহী প্রার্থী সাহেব আলীর সমর্থক মোশারফ হোসেন নামের একজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় সাদ্দাম হোসেন ও হাসান মিয়া নামের আরও দুজন আহত হন।

সাদ্দাম হোসেন বলেন, ‘আমাকে বর্তমান চেয়ারম্যান ঘটনাস্থলে এসে কোনো কিছু না শুনে পেটে লাথি মারেন। আমার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেন।’ এ ঘটনায় সাহেব আলীর পক্ষে সোমবার সন্ধ্যায় বোদা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তা ছাড়া মৌখিকভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

নৌকা মার্কার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ আবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার মাকে নিয়ে খারাপ কথা বললে আমার সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তবে মারামারির কোনো ঘটনা ঘটেনি। স্বতন্ত্র প্রার্থী ইচ্ছেকৃতভাবে ঝগড়া করার পাঁয়তারা করছে।’

ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি সাহেব আলী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তিনি মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান পাগল হয়ে গেছেন। তাই তিনি ঝগড়া লাগানোর চেষ্টা করে ভোট বন্ধের পাঁয়তারা করছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ২৬ ডিসেম্বর বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবেন। চেয়ারম্যান আবুর সকল অত্যাচারের জবাব দেবেন। আমি আমার কর্মীদের ধৈর্য ধরার জন্য বলি।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে ঘটনাস্থানে ফোর্স পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী আজকের পত্রিকাকে জানান, ‘আমি লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে জেনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত