Ajker Patrika

ধর্মঘটের তৃতীয় দিনেও স্বাভাবিক কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ০৬
ধর্মঘটের তৃতীয় দিনেও স্বাভাবিক  কার্যক্রম

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। গতকাল রোববারও পণ্যবোঝাই ট্রাক বন্দরে এসেছে।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন স্থলবন্দর দিয়ে গড়ে ১০ লাখ ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ধর্মঘটের প্রথম দিন গত শুক্রবার বন্দরে সাপ্তাহিক ছুটি ছিল। পরদিন শনিবার থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়। ট্রাক ধর্মঘটের কোনো প্রভাব বন্দরে পড়েনি। আজ রোববারও পণ্যবোঝাই ট্রাক বন্দরে এসেছে। ভারত থেকে পণ্য আমদানিও স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, সিমেন্ট, রড, ভোজ্য তেল, তুলা, প্লাস্টিক ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়। রপ্তানি পণ্যগুলো ভারতের ত্রিপুরার আশপাশের রাজ্যগুলোতেও সরবরাহ করা হয়। দীর্ঘদিন ভারত থেকে পণ্য আমদানি বন্ধ থাকার পর সম্প্রতি চাল ও গম আমদানি শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত