Ajker Patrika

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৯ শতাংশ

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ০৭
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৯ শতাংশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি এবং ক্যাম্পাসে বিভিন্ন স্কুল ও কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ৮৫ শতাংশ। এবার পরীক্ষা আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১৫টি অঞ্চলে ২৪১টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১২ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন আট হাজার ৭৩১ জন। পরীক্ষায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক নিশ্চিত করে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এ ছাড়া অসুস্থ পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যায় রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল।

ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, বশেমুরকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ‘অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট কমেছে। শিক্ষার্থীরা এবার যেসব ভোগান্তির শিকার হয়েছে পরে তার সমাধান হবে।’

বশেমুরকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের কেন্দ্র নিয়ে বিড়ম্বনার বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। মেরিট এবং পছন্দের বিষয়ে ওপর ভিত্তি করে কেন্দ্র দেওয়া হয়েছে। কিন্তু সিট সংখ্যার সীমাবদ্ধতার কারণে সবাইকে পছন্দক্রম অনুযায়ী কেন্দ্র দেওয়া সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত