Ajker Patrika

স্পার কেটে রাস্তা করে চলছে বালু উত্তোলন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৮: ৫৬
স্পার কেটে রাস্তা করে চলছে বালু উত্তোলন

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পার কেটে রাস্তা বানিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে স্পারগুলো। অভিযোগ রয়েছে, এ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সেখানে আবারও অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।

নদীভাঙন থেকে রক্ষা পেতে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া বাজারের সামনে ৫৫৮ মিটার স্পার নির্মাণ করা হয় ২০০২ সালে। এ ইউনিয়নের নিজবলাইল বাজারের সামনেও একই বছর আরও একটি স্পার নির্মাণ করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নিজবলাইল বাজারের সামনে হাসনাপাড়ার ১ নম্বর স্পারের কাছ থেকে বালু উত্তোলন করছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতির ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তহিদুল ইসলাম এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।

একইভাবে হাসনাপাড়া বাজারের সামনে হাসনাপাড়ার ২ নম্বরের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানেও স্পারের ব্লক সরিয়ে স্পার কেটে তৈরি করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা। সারা দিন চলে তাঁদের এই কার্যক্রম।

নিজবলাইল গ্রামের ষাটোর্ধ্ব মজিদ প্রাং বলেন, ‘কয়েক বছর আগে যমুনা যেভাবে ভাঙা শুরু করছিল, তাতে এই পার দুডে না থাকলে হামাগিরে আশেপাশের সব গ্রামই যমুনা নদীর পেটত চলে যাতো। হামাগিরে গ্রামের নেতারা যেরকম করে পারগুলে কাটে বালু তুলিচ্চে তাতে পারগুলে ভাঙে যাওয়ার আশংকা করা হচ্চে। আবার যদি বাড়ী ভাঙে তালে হামরা কুন্টি যায়া বাড়ী করমু।’

এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, ‘আমরা বালু তুলব না তো কী করে খাব? আপনি সাংবাদিক এগুলো দেখার কে? বড় বড় অফিসারের চোখে পড়ে না, তাহলে আপনার এত সমস্যা হয় কেন?’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘হামার জমিতে হামি নানা ধরনের ফসল ফলাতাম। সেই জমির মাটি ওরা কেটে নিয়ে যাচ্ছে। ফসলও পাচ্চি না, আবার জমিও নষ্ট হয়া যাচ্চে। কার কাছে হামি বিচের চামু। ওরা তো অনেক শক্তিশালী।’

এদিকে স্পার কেটে বালু উত্তোলন করায় স্পারের সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটকেরা স্পারে উঠতে পারছেন না।

এ বিষয়ে একজন পর্যটক বলেন, ‘গাবতলী উপজেলা থেকে পরিজন নিয়ে হাসনাপাড়ার স্পার দেখতে এসেছিলাম। স্পারের উপরে উঠতে না পেরে ফিরে যাচ্ছি কালীতলা ঘাটে।’

হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো বলেন, ‘এ বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। মনে হচ্ছে তাঁরা কর্ণপাত করছেন না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, ওই স্পার পয়েন্টে মাঝে মাঝেই অরভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। শিগগিরই সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত