Ajker Patrika

দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ২০
দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হন।

গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বানিয়াগাতী চকনলুয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউপি সদস্য প্রার্থী হযরত আলী (ফ্যান) ও আল আমিন (মোরগ) প্রচারে গেলে তাঁদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

হযরত আলী বলেন, ‘বুধবার রাতে আমি চকনলুয়া গ্রামে বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে আল আমিন দলবল নিয়ে এসে আমার প্রচারে হামলা চালায়। আমি ৯৯৯-তে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসি। পুলিশ এসে আমাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং আমাদের ওপর হামলার প্রমাণ পায়। আমি সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে ভর্তি করি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর পরাজয় জেনেই অহেতুক আমার প্রচারে বাধা দিচ্ছেন ও হামলা করছেন এবং নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আমার চাচাতো ভাই শুক্কুর আলীকে বানিয়াগাতী বাজারে হামলা করে গুরুতর আহত করেছেন।’

মোরগ প্রতীকের প্রার্থী আল আমিন বলেন, ‘আমি হযরত আলীর প্রচারে কোনো হামলা করিনি। তিনি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে বাড়ি বাড়ি মিষ্টি ও টাকা বিতরণ করছেন। তাই স্থানীয়রা গত বুধবার তাঁকে বাধা দিলে তিনি চড়াও হয়ে আমার ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী ইউসুব আলীর ওপর হামলা করলে সে গুরুতর আহত হয়।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হলে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। গতকাল সকালে আবারও বানিয়াগাতী বাজারে ধাওয়া-পাল্টা দাওয়ার খবর শুনে পুলিশ পাঠাই। দুই প্রার্থীই থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত