Ajker Patrika

তিশমার নতুন গানের অ্যালবাম

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৮: ৪৪
তিশমার নতুন গানের অ্যালবাম

নতুন গানের অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট এক্স’ নিয়ে এলেন একসময়ের জনপ্রিয় গায়িকা তিশমা। বছরের শেষ দিনে তিনি প্রকাশ করেছেন অ্যালবামটি। ১০ বছর আগে ঠিক এই দিনে নিজের সুর ও সংগীতে প্রথম অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট’ প্রকাশ করেছিলেন তিশমা। গায়িকা জানিয়েছেন, নতুন অ্যালবামের গানগুলো শোনা যাবে তাঁর নিজস্ব ওয়েবসাইট, আইটিউনস, আমাজন, স্পটিফাই, রিভার্বনেশনসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে।

১৭তম এই অ্যালবামের সুর ও সংগীত করেছেন তিশমা নিজেই। নিজের তাঁর সুর-সংগীতে এটি গায়িকার নবম অ্যালবাম। তিশমা বলেন, ‘১০-কে রোমান হরফে এক্স লেখা হয়। প্রথম অ্যালবামটি প্রকাশের ঠিক ১০ বছর পর এটি নিয়ে এলাম। এতে গানও আছে ১০টি। অ্যালবামের নাম তাই এক্সপেরিমেন্ট এক্স।’

এক্স আদ্যক্ষর দিয়ে এর আগে ‘এক্সফ্যাক্টর’, ‘এক্সপেরিমেন্ট’, ‘এক্সপেরিমেন্ট রিলোডেড’ ও ‘এক্স’ শিরোনামে একক অ্যালবাম করেছিলেন তিশা।

২০০২ সালে ‘তারা’ অ্যালবাম দিয়ে মিডিয়ায় আত্মপ্রকাশ করেন তিশমা। অল্পদিনেই ছড়িয়ে যায় তাঁর নাম। কিন্তু একসময় ধীরে ধীরে মিডিয়া থেকে আড়াল হতে থাকেন তিনি।

তিশমা বলেন, ‘আমি সব সময় নীরবেই কাজ করি। কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে জানাই না। দুই বছর ধরে এই অ্যালবামের কাজ করেছি। গানগুলো রক, আর অ্যান্ড বি, হিপহপ ও হার্ড রক ঘরানার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘গোপনে’ দুই অধ্যাদেশের অনুমোদনে টিআইবির নিন্দা, মতামত নিয়ে সংশোধনের দাবি

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

চীনের বেলুন সহ্য হয়নি, এখন যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারকে বিমানঘাঁটি দিচ্ছেন ট্রাম্প

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ট্রাইব্যুনালের পরোয়ানার পর লাপাত্তা মেজর জেনারেল কবীর, সন্ধানে তৎপরতা জানাল সেনাসদর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত