আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে ফিলিস্তিনিদের অধিকারবিষয়ক তিনটি সংগঠন। গত বুধবার দায়ের করা এ মামলায় যুদ্ধাপরাধের তদন্তে জাতিবিদ্বেষের বিষয়টিও খতিয়ে দেখার আবেদন করা হয়। মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
মামলাটি করেছে ফিলিস্তিনের মানবাধিকারবিষয়ক সংগঠন আল-হাক, আল-মিজান ও প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস। সংগঠন তিনটির পক্ষে আইসিসিতে মামলাটি করেন আইনজীবী এম্মানুয়েল দাউদ। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কাজেই গাজা ইস্যুতে আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে দ্বৈত অবস্থানের কোনো সুযোগ নেই।
গাজায় ৩৪ দিন ধরে চলা ইসরায়েলের হামলায় ইতিমধ্যে পৌনে ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। আইসিসিতে দায়ের মামলার নথিতে গাজায় যুদ্ধাপরাধের তদন্তের পরিসর আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়। উপত্যকাটিতে ইসরায়েল আরোপিত সর্বাত্মক অবরোধের জেরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির দিকে নজর দেওয়ার কথাও বলা হয়।
মামলাকারী বাদীপক্ষ বলছে, গাজায় যা চলছে, তা গণহত্যা। এটি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সমতুল্য। এ জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে বাদীপক্ষ।
আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটর (ওটিপি) ২০২১ সালে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি তদন্ত শুরু করে। পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতৃত্ব যুদ্ধাপরাধ করেছে বা করছে, তা নির্ধারণের পর এই তদন্ত শুরু করা হয়।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, গত ৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরুর পর এ পর্যন্ত ৪ হাজার ৪১২ জন শিশুসহ মোট ১০ হাজার ৮১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ২৪৩ জন। অবশ্য গাজায় নিহতের সংখ্যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, তারা মনে করে, এই সংখ্যা সঠিক।
ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার ফিলিপ্পে লাজ্জারিনি বলেন, চলমান এই যুদ্ধে ইতিমধ্যে সংস্থাটির ৯৯ জন প্রাণ হারিয়েছেন। গাজার যুদ্ধ আশপাশে ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এখন মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। এই যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে প্রতিদিন নিয়ম করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে সেখানে নিহত হয়েছে ১৬০ জন এবং গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ২০০ জনকে।
এদিকে গতকাল গাজার আল শিফা হাসপাতালের বাইরে প্রতিদিনের মতো হালনাগাদ তথ্য তুলে ধরেন উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা। তিনি বলেন, গাজার হাসপাতালগুলোর পাশাপাশি চিকিৎসাসংশ্লিষ্টদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। আল-রানটিসি চিলড্রেনস হাসপাতাল ও আল-নাসের হাসপাতালের সব ধরনের সেবাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গাজার হাসপাতালগুলো থেকে মিসরের রাফাহ ক্রসিং দিয়ে আহতদের স্থানান্তর হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। রাফাহ দিয়ে মাত্র ৯৯ জন আহত ব্যক্তি গাজা ছাড়তে পেরেছে।
কয়েক সপ্তাহ ধরেই উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যেতে বলছে ইসরায়েল। এ অবস্থায় গতকাল টানা পঞ্চম দিনের মতো সালাহ আল-দিন করিডর খোলা ছিল। জাতিসংঘের সংস্থা ওসিএইচএ বলেছে, গত বুধবার প্রায় ৫০ হাজার বাসিন্দা উত্তরাঞ্চল ছেড়েছে। যারা প্রাণভয়ে এভাবে পালাচ্ছে, তারাও রয়েছে ঝুঁকিতে। কারণ, সড়কে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের গোলাবর্ষণ ও লড়াই অব্যাহত আছে।
ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে ফিলিস্তিনিদের অধিকারবিষয়ক তিনটি সংগঠন। গত বুধবার দায়ের করা এ মামলায় যুদ্ধাপরাধের তদন্তে জাতিবিদ্বেষের বিষয়টিও খতিয়ে দেখার আবেদন করা হয়। মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
মামলাটি করেছে ফিলিস্তিনের মানবাধিকারবিষয়ক সংগঠন আল-হাক, আল-মিজান ও প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস। সংগঠন তিনটির পক্ষে আইসিসিতে মামলাটি করেন আইনজীবী এম্মানুয়েল দাউদ। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কাজেই গাজা ইস্যুতে আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে দ্বৈত অবস্থানের কোনো সুযোগ নেই।
গাজায় ৩৪ দিন ধরে চলা ইসরায়েলের হামলায় ইতিমধ্যে পৌনে ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। আইসিসিতে দায়ের মামলার নথিতে গাজায় যুদ্ধাপরাধের তদন্তের পরিসর আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়। উপত্যকাটিতে ইসরায়েল আরোপিত সর্বাত্মক অবরোধের জেরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির দিকে নজর দেওয়ার কথাও বলা হয়।
মামলাকারী বাদীপক্ষ বলছে, গাজায় যা চলছে, তা গণহত্যা। এটি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সমতুল্য। এ জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে বাদীপক্ষ।
আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটর (ওটিপি) ২০২১ সালে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি তদন্ত শুরু করে। পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতৃত্ব যুদ্ধাপরাধ করেছে বা করছে, তা নির্ধারণের পর এই তদন্ত শুরু করা হয়।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, গত ৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরুর পর এ পর্যন্ত ৪ হাজার ৪১২ জন শিশুসহ মোট ১০ হাজার ৮১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ২৪৩ জন। অবশ্য গাজায় নিহতের সংখ্যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, তারা মনে করে, এই সংখ্যা সঠিক।
ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার ফিলিপ্পে লাজ্জারিনি বলেন, চলমান এই যুদ্ধে ইতিমধ্যে সংস্থাটির ৯৯ জন প্রাণ হারিয়েছেন। গাজার যুদ্ধ আশপাশে ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এখন মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। এই যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে প্রতিদিন নিয়ম করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে সেখানে নিহত হয়েছে ১৬০ জন এবং গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ২০০ জনকে।
এদিকে গতকাল গাজার আল শিফা হাসপাতালের বাইরে প্রতিদিনের মতো হালনাগাদ তথ্য তুলে ধরেন উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা। তিনি বলেন, গাজার হাসপাতালগুলোর পাশাপাশি চিকিৎসাসংশ্লিষ্টদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। আল-রানটিসি চিলড্রেনস হাসপাতাল ও আল-নাসের হাসপাতালের সব ধরনের সেবাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গাজার হাসপাতালগুলো থেকে মিসরের রাফাহ ক্রসিং দিয়ে আহতদের স্থানান্তর হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। রাফাহ দিয়ে মাত্র ৯৯ জন আহত ব্যক্তি গাজা ছাড়তে পেরেছে।
কয়েক সপ্তাহ ধরেই উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যেতে বলছে ইসরায়েল। এ অবস্থায় গতকাল টানা পঞ্চম দিনের মতো সালাহ আল-দিন করিডর খোলা ছিল। জাতিসংঘের সংস্থা ওসিএইচএ বলেছে, গত বুধবার প্রায় ৫০ হাজার বাসিন্দা উত্তরাঞ্চল ছেড়েছে। যারা প্রাণভয়ে এভাবে পালাচ্ছে, তারাও রয়েছে ঝুঁকিতে। কারণ, সড়কে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের গোলাবর্ষণ ও লড়াই অব্যাহত আছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫