Ajker Patrika

রোবট কার তৈরি করল মাধ্যমিকের শিক্ষার্থীরা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১২: ৩৫
রোবট কার তৈরি করল মাধ্যমিকের শিক্ষার্থীরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিকের শিক্ষার্থীরা তৈরি করেছে প্রতিবন্ধকতা এড়িয়ে যাওয়া সক্রিয় রোবট কার (অবস্টাকল এভয়ডিং রোবট)। উপজেলা প্রশাসনের আয়োজিত প্রোগ্রামিং ও রোবটিকস সম্পর্কিত মাসব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কারটি প্রদর্শনী হয়। উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে উন্মুক্ত স্থানে চালিয়ে এর পরীক্ষা করা হয়।

ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মেহের নিগার বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ১৪ দিনব্যাপী প্রোগ্রামিং ও ১৪ দিনব্যাপী রোবটিকস সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণ কর্মশালায় আমরা প্রোগ্রামিং ও রোবটিকস সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। প্রশিক্ষণ কর্মশালার প্রজেক্ট হিসেবে আমরা এই প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে সক্ষম রোবট কার তৈরি করি। বাংলাদেশে যে চতুর্থ শিল্পবিপ্লব ঘটবে, তাতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করার ইচ্ছে আছে।

প্রশিক্ষক ফারিহাল বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা থেকে শিক্ষার্থীরা যে ধারণা নিয়েছে তা দিয়ে এই প্রতিবন্ধকতা এড়িয়ে যাওয়া সক্রিয় রোবট কার তৈরি করেছে। এই শিক্ষার্থীদের চেষ্টা আছে। তারা আরও ভালো কিছু করতে পারবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চেষ্টা করেছি কিছু শিক্ষার্থীকে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দিতে। যাতে করে এই শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে কিছু করতে একটা করতে পারে। আমরা আশা করছি চতুর্থ শিল্পবিপ্লবে এই শিক্ষার্থীরাই দেশ ও জাতির জন্য ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত