Ajker Patrika

প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুর গলা কেটে হত্যা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৩
প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুর গলা কেটে হত্যা

বরিশাল নগরীতে সিরাজুল ইসলাম নাম এক ব্যক্তি তাঁর ছেলের শ্বশুরের পরিবারকে ফাঁসাতে শুক্রবার দুপুরে ইয়াসিন নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। গতকাল রোববার তিনি বরিশাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

লোকমান হোসেন জানান, গত শনিবার সকালে ইয়াসিনের লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক সিরাজুল ইসলাম সম্পর্কে তাঁর নাতি ইয়াসিনকে হত্যার কথা স্বীকার করেন। ইয়াসিন বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি গ্রামের সগীর হোসেনের ছেলে। সে দাদি শিরিন বেগমের সঙ্গে থাকত ফুলঝুড়ি গ্রামে। দাদির সঙ্গে গত সোমবার নগরীর রূপাতলীতে দাদির বোন আলেয়া বেগমের বাসায় বেড়াতে আসে।

পরিদর্শক (তদন্ত) জানান, সিরাজুলের ছেলে আল আমিনের সঙ্গে ৮ মাস আগে একই এলাকার জাকির হোসেনের মেয়ে ইতি আক্তারের বিয়ে করে। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছে। শ্বশুর জাকির হোসেন আল আমিনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। শিশুটিকে হত্যা করে ছেলের শ্বশুরের পরিবারের ওপর দায় চাপাতে চেয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত