Ajker Patrika

সিনেমা দেখে ভ্রমণের সুযোগ

সিনেমা দেখে ভ্রমণের সুযোগ

সিনেমার দর্শকদের জন্য প্রায়ই চমকপ্রদ সব অফার দেয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সম্প্রতি শরতের বিশেষ অফার হিসেবে তারা দিয়েছিল সিনেমা দেখে বিমানে ঢাকা-মালদ্বীপ-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের টিকিট জিতে নেওয়ার সুযোগ। ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখেছেন তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

মোট পাঁচজন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম পুরস্কার জিতেছেন নাসরীন আক্তার। তিনি পাচ্ছেন ইউএস বাংলার সৌজন্যে দুজনের ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী সিরাজুল ইসলাম রানা পাচ্ছেন ইউএস বাংলার সৌজন্যে দুজনের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের বিমান টিকিট। তৃতীয় পুরস্কার বিজয়ী রাজিয়া রহমান জলি পাচ্ছেন ছয়টি মুভি ভাউচার, চতুর্থ পুরস্কার বিজয়ী চারটি মুভি ভাউচার এবং পঞ্চম পুরস্কার বিজয়ী সমৃদ্ধ পাচ্ছেন দুটি মুভি ভাউচার। ৯ নভেম্বর, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের উৎসাহিত করতে বছরজুড়ে নানারকম আয়োজন করে থাকে। শরতের এই অফারে আমরা দর্শকদের বিপুল সাড়া পেয়েছি। আগামীতেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত