মারুফ রসূল
মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদভাষ্যে জানা যায়, যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউর ১১০০ ব্লকের বিপি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এর আগে গত ৪ জানুয়ারি বাংলাদেশি আরেক তরুণ সাঈদ ফয়সালকে কেমব্রিজের চেস্টনাট স্ট্রিটে গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পুলিশ।
যুক্তরাষ্ট্রে পুলিশ বা সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের খবরের কাগজে এ ধরনের হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয়; কিন্তু এগুলোর তদন্ত বা বিচার নিয়ে পরে কোনো সংবাদ পাওয়া যায় না। ২০১৫ সালে বাংলাদেশের গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০১৫—এই তিন বছরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন হামলায় নিহত হয়েছেন ছয় বাংলাদেশি। ২০১৫ সালের অক্টোবরে ফ্লোরিডা অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ।
একই বছর আগস্টে আরেকটি মর্মান্তিক হামলায় নিহত হন ব্যবসায়ী শহিদুল ইসলাম। ২০১৩ সালে নিউইয়র্কের ওজন পার্কে সন্ত্রাসীদের হামলায় নিহত হন বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতা নাজমুল ইসলাম। ২০১২ সালে কানেকটিকাটে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের আরেক নেতা বেলাল তরফদার। বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এ বি মানিকও নিহত হয়েছিলেন ২০১৪ সালের আগস্ট মাসে। একই সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন কামাল উদ্দিন নামের একজন ক্যাবচালক। তাঁর মৃতদেহ রাস্তায় পড়ে ছিল।
২০১৫ সালে যে সময় যুক্তরাষ্ট্রে একের পর এক বাংলাদেশি হত্যাকাণ্ড ঘটছিল, তখন বাংলাদেশেও দুজন বিদেশি নাগরিক নিহত হয়েছিলেন। ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের বিষয়ে তখন বেশ তৎপর ছিল মার্কিন দূতাবাস। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এ নিয়ে উদ্বেগ প্রকাশের নামে প্রায় শোরগোল তুলে দিয়েছিলেন।
আমাদের গণমাধ্যমও তা বেশ জোর দিয়ে প্রচার করেছিল। কিন্তু এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে তেমন কোনো জোর প্রতিবাদ বা কূটনৈতিক তৎপরতা আমাদের চোখে পড়েনি। এমনকি বিভিন্ন সংবাদ সম্মেলনে বার্নিকাটকে এ বিষয়ে তেমন জোরালো কোনো প্রশ্নও করা হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ‘চ্যাম্পিয়ন অব ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস’-এর গালভরা নামাবলি গায়ে চাপানো মার্কিন যুক্তরাষ্ট্রে হরহামেশাই বন্দুকধারীদের আক্রমণের সংবাদ আমরা খবরের কাগজে পড়ি। বার্তা সংস্থা এপি, সংবাদমাধ্যম ইউএসএ টুডে এবং বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির যৌথ গবেষণা-আর্কাইভের তথ্যমতে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে ২৮টি বন্দুক হামলা ঘটেছে যুক্তরাষ্ট্রে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৪০ জন মানুষ।
১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, দেশটিতে প্রায় প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা যায়, ২০১৭ সালে দেশটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২৪, ২০১৯ সালে ২১১, ২০২০ সালে ৬১০, ২০২১ সালে ৬৯২ এবং ২০২২ সালে ৬৪৮ জন।
কিন্তু কোথাও এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ বা তৎপরতার সংবাদ নেই, নেই কোনো মামলা বা বিচারের সংবাদ। এমন ভয়াবহ যে দেশের পরিস্থিতি তারা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে মানবাধিকার রক্ষার নামে সেই সব রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।
গত কয়েক মাসে বাংলাদেশের নির্বাচন, সরকারব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাইডেন প্রশাসন যে পরিমাণ বাক্যব্যয় করেছে, তার সিকিভাগও নিজের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে করেনি। করলে অন্তত ছয় মাসের ব্যবধানে দুজন বাংলাদেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতেন না।
২০২৩ সালের জানুয়ারি মাসে ঘটে যাওয়া সাঈদ ফয়সালের হত্যাকাণ্ড ঘিরে নানামাত্রিক প্রতিবাদের কথা আগেও উল্লেখ করেছি। প্রতিবাদ যেমন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে হয়েছে, তেমনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরাও এই প্রতিবাদে যুক্ত হয়েছেন। সবে গণমাধ্যমে এ নিয়ে লেখালেখি ও আলোচনা শুরু হয়েছিল। তারপরই হঠাৎ করে গত ২৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন ঘোষণা করলেন নতুন ভিসা নীতি। দুয়ে দুয়ে চার মেলালে অঙ্কটি খুব জটিল হওয়ার কথা নয়। নানা কারণেই অভিবাসনে আগ্রহী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রকে পছন্দের তালিকায় রাখেন। দেশটির ভিসা পাওয়ার তোড়জোড়ও তাই বেশি থাকে।
গণতান্ত্রিক নির্বাচনকে শিখণ্ডী হিসেবে দাঁড় করালেও আমি মনে করি, মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য ছিল সাঈদ ফয়সালসহ বিভিন্ন সময় নিহত বাংলাদেশিদের বিষয়ে রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রতিবাদটি শুরু হয়েছিল, তাকে দমন করা। এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) এবং পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর। তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। মানবাধিকার লঙ্ঘনের এমন একতরফা সংজ্ঞায়নের নজির সত্যিই বিরল।
প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি এসব বিষয়ে সুদৃঢ় অবস্থান নিতে পেরেছে? স্পষ্ট উত্তর হচ্ছে, পারেনি। ‘অসন্তোষ’, ‘ক্ষোভ’ বা ‘প্রতিবাদ’ জানানোর মতো মৃদু উদ্যোগ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিলেও শক্ত কূটনৈতিক অবস্থান নিতে পারেনি। না পারার যথেষ্ট কারণও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর অন্যতম পরাশক্তি। চাইলেই বাংলাদেশের মতো একটি দেশ এমন পরাশক্তির সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক লড়াইয়ে যেতে পারে না।
তা ছাড়া, বাংলাদেশের পররাষ্ট্রনীতিও ভারসাম্যমূলক পন্থা অনুসরণ করে। ফলে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কূটনীতির সামনে ‘ধীরে চলো নীতি’ অবলম্বন ছাড়া বাংলাদেশের জন্য কার্যকর আর কী হতে পারে? কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে বাংলাদেশি নাগরিকেরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন আর প্রতিটি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিহতের পরিবারের প্রতি যে সহানুভূতির ফাঁকা বুলি ছাড়ছেন, তাতে কূটনৈতিক সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বাংলাদেশ কত দিন ধীরে চলবে, সেটা একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদভাষ্যে জানা যায়, যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউর ১১০০ ব্লকের বিপি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এর আগে গত ৪ জানুয়ারি বাংলাদেশি আরেক তরুণ সাঈদ ফয়সালকে কেমব্রিজের চেস্টনাট স্ট্রিটে গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পুলিশ।
যুক্তরাষ্ট্রে পুলিশ বা সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের খবরের কাগজে এ ধরনের হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয়; কিন্তু এগুলোর তদন্ত বা বিচার নিয়ে পরে কোনো সংবাদ পাওয়া যায় না। ২০১৫ সালে বাংলাদেশের গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০১৫—এই তিন বছরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন হামলায় নিহত হয়েছেন ছয় বাংলাদেশি। ২০১৫ সালের অক্টোবরে ফ্লোরিডা অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ।
একই বছর আগস্টে আরেকটি মর্মান্তিক হামলায় নিহত হন ব্যবসায়ী শহিদুল ইসলাম। ২০১৩ সালে নিউইয়র্কের ওজন পার্কে সন্ত্রাসীদের হামলায় নিহত হন বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতা নাজমুল ইসলাম। ২০১২ সালে কানেকটিকাটে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের আরেক নেতা বেলাল তরফদার। বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এ বি মানিকও নিহত হয়েছিলেন ২০১৪ সালের আগস্ট মাসে। একই সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন কামাল উদ্দিন নামের একজন ক্যাবচালক। তাঁর মৃতদেহ রাস্তায় পড়ে ছিল।
২০১৫ সালে যে সময় যুক্তরাষ্ট্রে একের পর এক বাংলাদেশি হত্যাকাণ্ড ঘটছিল, তখন বাংলাদেশেও দুজন বিদেশি নাগরিক নিহত হয়েছিলেন। ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের বিষয়ে তখন বেশ তৎপর ছিল মার্কিন দূতাবাস। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এ নিয়ে উদ্বেগ প্রকাশের নামে প্রায় শোরগোল তুলে দিয়েছিলেন।
আমাদের গণমাধ্যমও তা বেশ জোর দিয়ে প্রচার করেছিল। কিন্তু এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে তেমন কোনো জোর প্রতিবাদ বা কূটনৈতিক তৎপরতা আমাদের চোখে পড়েনি। এমনকি বিভিন্ন সংবাদ সম্মেলনে বার্নিকাটকে এ বিষয়ে তেমন জোরালো কোনো প্রশ্নও করা হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ‘চ্যাম্পিয়ন অব ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস’-এর গালভরা নামাবলি গায়ে চাপানো মার্কিন যুক্তরাষ্ট্রে হরহামেশাই বন্দুকধারীদের আক্রমণের সংবাদ আমরা খবরের কাগজে পড়ি। বার্তা সংস্থা এপি, সংবাদমাধ্যম ইউএসএ টুডে এবং বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির যৌথ গবেষণা-আর্কাইভের তথ্যমতে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে ২৮টি বন্দুক হামলা ঘটেছে যুক্তরাষ্ট্রে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৪০ জন মানুষ।
১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, দেশটিতে প্রায় প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা যায়, ২০১৭ সালে দেশটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২৪, ২০১৯ সালে ২১১, ২০২০ সালে ৬১০, ২০২১ সালে ৬৯২ এবং ২০২২ সালে ৬৪৮ জন।
কিন্তু কোথাও এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ বা তৎপরতার সংবাদ নেই, নেই কোনো মামলা বা বিচারের সংবাদ। এমন ভয়াবহ যে দেশের পরিস্থিতি তারা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে মানবাধিকার রক্ষার নামে সেই সব রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।
গত কয়েক মাসে বাংলাদেশের নির্বাচন, সরকারব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাইডেন প্রশাসন যে পরিমাণ বাক্যব্যয় করেছে, তার সিকিভাগও নিজের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে করেনি। করলে অন্তত ছয় মাসের ব্যবধানে দুজন বাংলাদেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতেন না।
২০২৩ সালের জানুয়ারি মাসে ঘটে যাওয়া সাঈদ ফয়সালের হত্যাকাণ্ড ঘিরে নানামাত্রিক প্রতিবাদের কথা আগেও উল্লেখ করেছি। প্রতিবাদ যেমন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে হয়েছে, তেমনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরাও এই প্রতিবাদে যুক্ত হয়েছেন। সবে গণমাধ্যমে এ নিয়ে লেখালেখি ও আলোচনা শুরু হয়েছিল। তারপরই হঠাৎ করে গত ২৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন ঘোষণা করলেন নতুন ভিসা নীতি। দুয়ে দুয়ে চার মেলালে অঙ্কটি খুব জটিল হওয়ার কথা নয়। নানা কারণেই অভিবাসনে আগ্রহী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রকে পছন্দের তালিকায় রাখেন। দেশটির ভিসা পাওয়ার তোড়জোড়ও তাই বেশি থাকে।
গণতান্ত্রিক নির্বাচনকে শিখণ্ডী হিসেবে দাঁড় করালেও আমি মনে করি, মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য ছিল সাঈদ ফয়সালসহ বিভিন্ন সময় নিহত বাংলাদেশিদের বিষয়ে রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রতিবাদটি শুরু হয়েছিল, তাকে দমন করা। এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) এবং পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর। তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। মানবাধিকার লঙ্ঘনের এমন একতরফা সংজ্ঞায়নের নজির সত্যিই বিরল।
প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি এসব বিষয়ে সুদৃঢ় অবস্থান নিতে পেরেছে? স্পষ্ট উত্তর হচ্ছে, পারেনি। ‘অসন্তোষ’, ‘ক্ষোভ’ বা ‘প্রতিবাদ’ জানানোর মতো মৃদু উদ্যোগ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিলেও শক্ত কূটনৈতিক অবস্থান নিতে পারেনি। না পারার যথেষ্ট কারণও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর অন্যতম পরাশক্তি। চাইলেই বাংলাদেশের মতো একটি দেশ এমন পরাশক্তির সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক লড়াইয়ে যেতে পারে না।
তা ছাড়া, বাংলাদেশের পররাষ্ট্রনীতিও ভারসাম্যমূলক পন্থা অনুসরণ করে। ফলে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কূটনীতির সামনে ‘ধীরে চলো নীতি’ অবলম্বন ছাড়া বাংলাদেশের জন্য কার্যকর আর কী হতে পারে? কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে বাংলাদেশি নাগরিকেরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন আর প্রতিটি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিহতের পরিবারের প্রতি যে সহানুভূতির ফাঁকা বুলি ছাড়ছেন, তাতে কূটনৈতিক সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বাংলাদেশ কত দিন ধীরে চলবে, সেটা একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫