Ajker Patrika

‘মেয়েকে ভুল চিকিৎসায় মেরে ফেলেছে, এর বিচার চাই’

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ৫১
‘মেয়েকে ভুল চিকিৎসায় মেরে ফেলেছে, এর বিচার চাই’

‘আমার একমাত্র মেয়ে। বড়ই আদরের। স্বপ্ন ছিল মেয়েকে উচ্চ শিক্ষিত করব। কিন্তু সে স্বপ্ন আমার ভেঙে চুরে দিয়েছে ওই বাচ্চু। আমার মেয়েকে ভুল চিকিৎসায় মেরে ফেলেছে। এর বিচার চাই। বাচ্চুর ফাঁসি চাই।’

গত বুধবার বেলা সাড়ে ১১টায় মাগুরার আড়পাড়া-যশোর সড়কে মানববন্ধনে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন নির্জলার বাবা নাজমুল হোসেন। এ মানববন্ধনে অংশ নেয় স্থানীয় কয়েকটি হাইস্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী। এ সময় নির্জলা হত্যার বিচার দাবি করে শিক্ষার্থীরা।

এ সময় নির্জলার বাবা আহাজারি করে আরও বলেন, ‘বাড়ি গেলি মনে থাকে না মেয়ে আমার কবরে। ঘরে উঁকি মারি, কখন মেয়ে দৌড়ে আমাকে জড়িয়ে ধরবে। মনে হয় আমি এখন ঘুমিয়ে স্বপ্ন দেখছি। ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে।’

এ সময় নির্জলার বাবা আজকের পত্রিকাকে জানান, গত রোববার মেয়েকে হত্যার ঘটনায় শালিখা থানায় একটি মামলা করি। আসামি করা হয়েছে আল-হেরা হাসপাতালের মালিক বাচ্চু মিয়া, তাঁর স্ত্রী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কারিমুন্নেসা ও সোনিয়া শারমিন নামে এক চিকিৎসককে। তবে হাসপাতালের মালিক বাচ্চুর স্ত্রী মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন বলে বিচার প্রক্রিয়া তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন নির্জলার বাবা। নির্জলার বাবা আরও বলেন, ‘আসামি বাচ্চু অনেক টাকা পয়সার মালিক। তিনি সব ম্যানেজ করার ক্ষমতা রাখেন। আমি গরিব মানুষ। সঠিক বিচার পেতে চাই।’

মানববন্ধনে অংশ নিয়ে আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী হানিফ মুনশি জানান, ‘কোনো অবৈধ স্বাস্থ্য সেবা এ উপজেলায় থাকবে না। আমি জনগণকে সচেতন করতে প্রচারণা শুরু করব। সেই সঙ্গে প্রশাসনের সহযোগিতা চাইব আর কারও যেন এভাবে অপচিকিৎসায় মরতে না হয়।’

মাগুরা সিভিল সার্জন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান জানান, ঘ ‘টনা তদন্তে তিন সদস্যর একটি কমিটি কাজ করছে। এতে শালিখা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাসহ জেলা সিভিল সাজন কার্যালয়ের প্রতিনিধি সমন্বয়ে মোট তিনজনকে এই ঘটনার তদন্তর ভার দেওয়া হয়েছে। যে চিকিৎসকের নামে অভিযোগ উঠেছে তার বিষয়ে চিকিৎসকদের সংগঠন বিএমডিসিকে অবহিত করা হয়েছে। এমনকি খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে মৌখিকভাবে আমি জানিয়েছি। স্বাস্থ্য বিভাগ থেকে এর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, ‘মামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত