Ajker Patrika

প্রাথমিকে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১: ৪৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষা আজ শুক্রবার। ঢাকা ও চট্টগ্রাম (তিন পার্বত্য জেলা ব্যতীত) বিভাগের প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন। এ ধাপে পরীক্ষার্থী ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, ডিজিটাল ডিভাইসের জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উদ্ভাবিত ‘সুরক্ষা’ নামের একটি যন্ত্র তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় পরীক্ষামূলকভাবে পাঁচটি জেলায় ব্যবহার করা হবে। যন্ত্রটি উদ্ভাবনের সঙ্গে জড়িত বুয়েটের অধ্যাপক এস এম লুৎফুল কবির বলেন, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কানে বা অন্য কোনো অঙ্গে কোনো ডিজিটাল ডিভাইস থাকলে যন্ত্রটিতে বাতি জ্বলবে এবং শব্দসংকেত দেবে।

জানা গেছে, বেশি পরীক্ষার্থী থাকা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জে ‘সুরক্ষা’ ব্যবহৃত হবে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, এখনই শতভাগ সফলতা আসেনি। প্রাথমিক সফলতা এসেছে। যন্ত্রটি তৈরিতে প্রাথমিকভাবে সাড়ে ৮ হাজার টাকা খরচ হবে। পরে বেশি উৎপাদন করলে দাম পড়বে সাড়ে ৫ হাজার টাকা।

প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের নিয়োগ পরীক্ষা গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬২৭ জন। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ পরীক্ষা হয় ২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। এই ধাপের মৌখিক পরীক্ষা হয়ে গেছে। চূড়ান্ত ফল বাকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত