Ajker Patrika

ভোটের প্রতীকী বাক্স নিয়ে পথে পথে

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১: ২৪
ভোটের প্রতীকী বাক্স নিয়ে পথে পথে

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবিতে ভোটের প্রতীকী বাক্স মাথায় নিয়ে পদযাত্রা করে ঝালকাঠিতে পৌঁছে গেছেন ‘হানিফ বাংলাদেশী’। গতকাল বুধবার ঝালকাঠিতে পৌঁছে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি।

জানা যায়, আইন প্রণয়নের মাধ্যমে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে মাথায় প্রতীকী ভোটের বাক্স নিয়ে জেলায় জেলায় ঘুরছেন ‘হানিফ বাংলাদেশী’। জেলা প্রশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান, ভোটাধিকার ও কার্যকর গণতন্ত্রের জন্য প্রতীকী গণভোট সংগ্রহ কর্মসূচির ৩৯তম দিনে গতকাল বুধবার ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে প্রেসক্লাব ও জেলা শহরে পদযাত্রা করে মানুষের মতামত সংগ্রহ করেছেন ‘হানিফ বাংলাদেশী’। ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী স্মারকলিপি গ্রহণ করেন।

‘হানিফ বাংলাদেশী’ বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশের সংবিধানে বলা আছে-রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো ভোটাধিকার। স্বাধীনতার ৫০ বছর ধরে যে দল যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সে দলই কম-বেশি ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে বাধা গ্রস্ত করেছে। আজকের যে পরিচিতি তা একদিনে তৈরি হয়নি, সব শাসকদলের অপরাজনীতি এই চরম অবস্থা সৃষ্টি করেছে। এই অবস্থার উত্তরণ ও একদিনে সম্ভব নয়। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসা থেকে সহিংস পরায়ণ, অবিশ্বাসের সংস্কৃতি চলমান। এই অবস্থা থেকে বের হওয়া প্রয়োজন। ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত