Ajker Patrika

কোম্পানীগঞ্জে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৫১
কোম্পানীগঞ্জে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে জুয়ার আসর থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ও ১২ হাজার ৫৫ টাকা জব্দ করা হয়েছে।

গত রোববার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার সংলগ্ন সমীর মিয়ার কাচারিঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুছাপুর ইউনিয়নের বাসিন্দা গোলাম ছারওয়ার লিটন (৪৪), আবুল কাশেম জাহাঙ্গীর (৪২), মাহমুদুল হাসান রোমন (৪০), মাহমুদুল হাসান জাহিদ (৪৩), আবদুর রহিম সবুজ (৪৫), ইসমাইল (৫৮), চরহাজারীর বাসিন্দা মাইনুল হোসেন (৪০) এবং চরকাঁকড়ার বাসিন্দা আবদুল্লাহ আল কাউসার সোহেল (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নিয়মিত এখানে জুয়া খেলা হতো। উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এখানে এসে জুয়া খেলত। পাশাপাশি এখানে মাদক সেবন ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপও চালানো হয় এখানে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন আজকের পত্রিকাকে বলেন, আটক জুয়াড়িদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (গতকাল) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত