Ajker Patrika

মুলাদীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর

মুলাদী প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৮
মুলাদীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর

জমি নিয়ে বিরোধের জেরে মুলাদীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডে মুলাদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. জলিল খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামের হানিফ খান ও সিরাজ খানের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা জলিল খানের ছেলে দেলোয়ার হোসেন খান। এ সময় দেলোয়ার খানের বোন ও ভগ্নিপতি আহত হন।

দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাদা গফুর খান তিনটি বিয়ে করেন। হানিফ খান ও সিরাজ খান ছোট দাদির সন্তান। তাঁরা অনেক আগেই মুলাদী ছেড়ে চলে গেছেন। মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় বসবাস করছেন। ওই পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ছোট স্ত্রী-সন্তানদের সঙ্গে সম্পর্ক না থাকায় দাদা মুলাদী পৌরসভার জায়গা জ­মি তাঁর প্রথম স্ত্রীর সন্তানদের দিয়ে গেছেন।’

কয়েক বছর আগে হানিফ খান ও সিরাজ খান মুলাদীতে তাঁদের পৈতৃক সম্পত্তি দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা করেন তাঁরা। শনিবার সকালে দেলোয়ারের বোন সালমা ও ভগ্নিপতি জসিম উদ্দীন তাঁদের ঘরের খুঁটি পরিবর্তন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হানিফ খান ও সিরাজ খান ৮/১০জন লোক নিয়ে মাইক্রোবাসে করে ওই বাড়িতে আসেন এবং ঘর সংস্কারের কাজ করতে বাধা দেন। পরে তাঁরা বাড়িতে ঢুকে আসবাব ভাঙচুর করেন এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ নানা মালামাল লুট করে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে সালমা ও জসিমকে মারধর করা হয়।

এ ঘটনায় দেলোয়ার হোসেন খান বাদী হয়ে শনিবার দুপুরে হানিফ খান, সিরাজ খানসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানার জন্য হানিফ খান ও সিরাজ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত