Ajker Patrika

সরিষা আবাদে চাষির আগ্রহ

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৩: ০৩
সরিষা আবাদে চাষির আগ্রহ

পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে উচ্চ ফলনশীল সরিষার আবাদ করেছেন চাষিরা। ডিজেল, সারসহ অন্যান্য উপকরণের দাম বেশি হওয়ায় আমন এবং বোরোর মাঝামাঝি সময়ে বাড়তি ফসল হিসেবে এই সরিষার আবাদ করছেন চাষিরা।

কৃষকেরা জানান, ১ বিঘা জমিতে সর্বোচ্চ ৪ হাজার টাকা খরচ করে বিঘায় ৮ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। দেশি জাতের টরি-৭ এর চেয়ে বারি ৯, বারি-১৬ এবং বারি-১৭ জাতের সরিষার ফলন দ্বিগুণ হয়। বর্তমানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অন্ন ফসল না করে চাষিরা সরিষার আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। কারণ হিসেবে তাঁরা জানান, আমন চাষের পর জমিতে যে সার থাকে তা দিয়ে বোরোর আবাদ পর্যন্ত মাটিতে বাড়তি কোনো সার দিতে হয় না, সেচও লাগে না। আমন কাটার পরেই বোরো চাষ শুরুর আগ পর্যন্ত ৬০ দিনের মধ্যেই বাড়তি ফসল হিসেবে এই সরিষার ফলন পেতে যাচ্ছেন চাষিরা।

দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার চাষি শাকিল খান এ বছর ১০ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। তিনি জানান, বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভুট্টা সহ অন্য আবাদ বাদ দিয়ে সরিষার আবাদ করেছেন তিনি। বিঘা প্রতি ৩ হাজার টাকা খরচ করে সর্বোচ্চ ৮ মণ পর্যন্ত সরিষার ফলনের আশা আশা করছেন তিনি।

একই এলাকার চাষি মো. ইউসুফ আলী এবার ২ বিঘা জমিতে দেশি টরি ৭ জাতের সরিষা আবাদ করেছেন। বাজারে ভোজ্য তেলের দাম বেশি থাকায় তাঁর উৎপাদিত জমির সরিষা মাড়াই করে তিনি নিজেই ব্যবহার করবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, জেলায় তৈল বীজ জাতীয় ফসল উৎপাদনের পরিধি দিন দিন বাড়ছে। জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে সরিষাসহ বিভিন্ন তেলবীজ জাতীয় ফসল উৎপাদন হচ্ছে। চাষিদের আগ্রহ বাড়ানোর জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সার, বীজসহ নানা উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত