Ajker Patrika

রাস্তা নিয়ে বিরোধে কাটা পড়ল গাছ

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০: ৫৮
রাস্তা নিয়ে বিরোধে কাটা পড়ল গাছ

বাউফল উপজেলায় বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে কেটে ফেলা হয়েছে রাস্তা, রাস্তার দুই পাশের গাছ। এ সময় সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রীকে মারধরও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার পরিবারটি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সাহায্য চাইলে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

সাবেক ইউপি সদস্য আশ্রাফুল আলম (৪৫) জানান, ৫ বছর আগে স্থানীয় মস্তফা আকনের সঙ্গে আপস–মীমাংসার মাধ্যমে তাঁর (মস্তফা) জমি দিয়ে একটি রাস্তা নির্মাণ করেন তিনি। শর্ত ছিল ওই জমির পরিবর্তে তিনি মস্তফা আকনকে অন্য জায়গা দিয়ে দিবেন। কিন্তু মস্তফা আকন এখন আর আগের শর্তে রাজি না। তিনি বর্তমান রাস্তাটির দখল নিতে চান। বৃহস্পতিবার সকালে মস্তফা আকনের ছেলে মামুন আকনের নেতৃত্বে ৫–৬ জন লোক এসে যাতায়াতের রাস্তাটি কেটে ফেলে। এ সময় তাঁর স্ত্রী খাদিজা বেগম বাঁধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধাক্কা মেরে ফেলে দেয় তারা। খবর পেয়ে তিনি (আশ্রাফুল) ঘটনাস্থলে আসলে তাঁকেও মারধর করা হয়। এরপর মামুন তার লোকজন নিয়ে সড়কের পাশে ফলদ ও বনজ গাছ কেটে ফেলে।

এ বিষয়ে মস্তফা আকনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ভাই আবদুর রব আকন বলেন, ‘রাস্তাটি তাদের জমির ওপর দিয়ে করা হয়েছে। এ কারণে তাঁরা রাস্তা কেটে দিয়েছেন।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম মামুন বলেন, ‘মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত