Ajker Patrika

‘মুক্তিসংগ্রামের পুরোধা ছিলেন মণি সিংহ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ৫৯
‘মুক্তিসংগ্রামের পুরোধা ছিলেন মণি সিংহ’

কমরেড মণি সিংহ শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তিসংগ্রামের পুরোধা ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গত শুক্রবার বিকেলে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় এমন মন্তব্য করেন তাঁরা।

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, দিলীপ নাথ, ফরিদুল ইসলাম, অমিতাভ সেন, অরুণ সাহা, অজয় সেন, জামাল উদ্দিন ও অথৈ নাসরিন।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধ, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মণি সিংহ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বৈরী সময়ে জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন সয়ে তিনি এ দেশের গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন।

এর আগে দলের কার্যালয়ে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবি নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত