Ajker Patrika

আবারও প্রার্থী নির্বাচনে ডেলিগেট ভোট

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ৫৮
আবারও প্রার্থী নির্বাচনে ডেলিগেট ভোট

চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২৩ ডিসেম্বর। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনে ভোটের আগে ডেলিগেট ভোটের আয়োজন করেছে ভৈরব আওয়ামী লীগ।

গত রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার সাদেকপুর ইউপি থেকে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, শ্রীনগর ইউপি থেকে ২ জন, আগানগর ইউপি থেকে ৫ জন ও শিমুলকান্দি ইউপি থেকে ৩ জন চেয়ারম্যান প্রার্থী অংশ নেন। উপজেলা আওয়ামী লীগ বলছে, এই নির্বাচনের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হচ্ছে। প্রার্থিতা চূড়ান্ত করবে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

উপজেলা আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ৭টি ইউপিতে ভোট হবে। দলের প্রতিটি ইউনিয়ন কমিটির সদস্যরাই প্রার্থী নির্বাচনের ডেলিগেট ভোটার। তাঁরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন, কেন্দ্রে পাঠানো তালিকায় তাঁর নামই প্রথমে দেওয়া হবে। তবে তালিকায় ক্রমানুসারে অন্য প্রার্থীদের নামও থাকবে। এরই অংশ হিসেবে সাদেকপুর ইউনিয়নের ৫৯ জন ডেলিগেট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রথম হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক। শ্রীনগর ইউনিয়নের ৫৫ জন ডেলিগেট ভোটার ভোট দেন। এতে প্রথম হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার।

আগানগর ইউনিয়নের ৫৭ জন ডেলিগেট ভোটার ভোট দেন। এর মধ্যে শফিকুল ইসলাম হিরা পেয়েছেন ২০ ভোট। তার নিকটতম প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ পেয়েছেন ১৯ ভোট।

শিমুলকান্দি ইউনিয়নের ৫২ জন ডেলিগেট ভোটার ভোট দেন। এতে প্রথম হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ। তিনি পেয়েছেন ২০ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান যোবায়ের আলম দানিস পেয়েছেন ১৯ ভোট।

ডেলিগেট ভোটারদের ভোট গ্রহণ শেষে সব কটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলীয় নেতা কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত