Ajker Patrika

মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

মনোহরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮: ০০
মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের সিকচাইল বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল আমীন ভূঁইয়া জানান, রাত ২টার দিকে সিকচাইল বাজারের একটি দোকানে আগুন দেখতে পান নৈশপ্রহরী ও উপস্থিত লোকজনেরা। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। এ সময় নৈশপ্রহরীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ওষুধ, স্টেশনারি, চা-দোকান, কনফেকশনারি দোকান রয়েছে। এ ঘটনায় দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মাকসুদ বলেন, ‘আবদুল হাইয়ের ভ্যারাইটিজ স্টোরে প্রথম আগুন জ্বলতে দেখি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন বলেন, ‘আমরা সেখানে গিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত