Ajker Patrika

নগরে সাংস্কৃতিক উৎসব শুরু

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
নগরে সাংস্কৃতিক উৎসব শুরু

বিজয়ের মাসে বরিশালে নাচে, গানে শুরু হলো সাংস্কৃতিক উৎসব। গত বুধবার রাতে তিন দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি এ উৎসবের আয়োজন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হাসান রশিদ মাকসুদ। উপস্থিত ছিলেন নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, চারুকলার সমন্বয়ক সুশান্ত ঘোষ প্রমুখ।

প্রথম দিনের পরিবেশনায় ছিল নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও মূকাভিনয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...