ফয়সাল পারভেজ, মাগুরা
‘রাতির বেলা এত ঠান্ডা যে ঘুমাতে পারি নে। কুয়াশায় টিন চুঁইয়ে টপটপ করে পানি পড়ে বিছানায়। ঘরের মধ্যি পানি জমে স্যাঁতসেঁতে অবস্থা। লেপে কুলাচ্ছে না। কম্বলে গা গরম হয় না। তয় আমরা কিরাম করি টিয়ে থাকবানে!’
শীতের তিক্ত অভিজ্ঞতা এভাবেই ব্যক্ত করছিলেন ভ্যানচালক জহির উদ্দিন। ষাটোর্ধ্ব এই মানুষটির বাড়ি মাগুরা পৌর এলাকার ভিটাসইর গ্রামে।
তিনি আরও বলেন, ‘ঠান্ডায় মানুষ বাড়ি থেকেও বের হচ্ছেন কম, তাই ভাড়া হচ্ছে না। আইজ বোধয় বাড়ি ফিরতে হবে শুধু চাল কিনেই।’
শুধু জহির একাই নন। তাঁর মতন মাগুরার আরও অনেক শ্রমজীবি মানুষেরাও এই শীতে পড়েছেন বিপাকে। তাঁরাও তাঁদের শীতের অভিজ্ঞতা জানান জহিরের মতো করেই।
এদিকে মাগুরায় এক সপ্তাহ ধরে পড়েছে কনকনে শীত। কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। গতকাল শনিবারও রোদ দেখা মেলেনি। ফলে বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া নিম্নআয়ের মানুষেরা।
রিকশাচালক বাহার মিয়া বলেন, ‘গত এক সপ্তাহে আয় কমেছে অর্ধেক। মালিককে রিকশা ভাড়া ২০০ টাকা দিয়ে নিজের খরচের টাকা তেমন থাকছে না। শীত এতটাই পড়েছে যে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তাঁরাও আবার ঠান্ডা বাতাসের জন্য রিকশাতে তেমন উঠতে চাইছেন না। এখন পরিবার নিয়ে এই এক সপ্তাহ খুব টানাটানির মধ্যে আছি।’
মাগুরা জেলার পুরোনো গরম কাপড় ব্যবসায়ী সমিতিরা নেতা পটল মিয়া বলেন, ‘এ বছর শুরুর দিকে শীত তেমন পড়েনি। ফলে পুরোনো কাপড়ের যে চালান আমরা চট্টগ্রাম থেকে এনেছিলাম তা ডিসেম্বরেও বিক্রি হচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘তখন আমাদের প্রায় ৩০ জন ব্যবসায়ীদের মাথায় হাত। তবে জানুয়ারির এই শেষের দিকে বেশ শীত পড়েছে। এতে কিছুটা বেচা-বিক্রি চলছে। তবুও আশানুরূপ নয়। কারণ কদিন পরেই গরম পড়বে। তাই মানুষ হাতমোজা, পায়ের মোজা ও মাফলার ছাড়া অন্য কোনো শীতবস্ত্র কিনতে আগ্রহী না।’
মাগুরা ভায়না এলাকার সদর হাসপাতালে রোগী দেখতে এসেছেন রেহানা খাতুন। সঙ্গে তাঁর রয়েছে মেয়েও। কম্বল জড়িয়ে ভ্যানে করে এসেছেন সেই রাঘবদাউড় গ্রাম থেকে। তিনি বলেন, ‘আমার আত্মীয় দেখতি হাসপাতালে আলাম। ভাবছিলাম শহরে শীত কম হবি। কিন্তু এখানেও খুব শীতের প্রকোপ। অনেকেই হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন। যাগের বেশি সমস্যা তাঁরা রইছে। এই রোগী দেখতি আসার সময় ভ্যানে করে গায়ের কম্বল নিয়ে আইছি। এহন মেয়েরে নিয়ে বাড়ি ফিরে যাব।’
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সন্তানকে নিয়ে স্কুলে নতুন বই আনতে গিয়েছিলেন গোলাম হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার জন্য যে স্কুল বন্ধ করে দেছে তা আমার ভালো লাগছে। প্রচণ্ড শীতে বড়রাই টিকতে পারছে না। তার মধ্যে এই শীতে সকাল আটটায় উঠে বাচ্চারা স্কুলে গেলে অসুস্থ হয়ে যেত।’
নতুন বাজার এলাকার সেতুর ওপরে চানাচুর বিক্রেতা তাপস বলেন, ‘শীত কারও জন্য ভালো আবার আমার মতো দরিদ্র মানুষের জন্য খুব খারাপ। কেউ চানাচুর কিনছে না। ঠান্ডায় ভাজাপোড়া খালি নাকি পেটে সমস্যা হবে এই বলে চলে যাচ্ছে। কন তো, শীত কি আমার হাতের জিনিস!’
এদিকে মাগুরা জেলার সর্বত্র গত সাতদিন ধরে তীব্র শীত পড়ায় বিভিন্ন জায়গাতে ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ করা হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায় ছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও এসব কম্বল বিতরণ চলছে
‘রাতির বেলা এত ঠান্ডা যে ঘুমাতে পারি নে। কুয়াশায় টিন চুঁইয়ে টপটপ করে পানি পড়ে বিছানায়। ঘরের মধ্যি পানি জমে স্যাঁতসেঁতে অবস্থা। লেপে কুলাচ্ছে না। কম্বলে গা গরম হয় না। তয় আমরা কিরাম করি টিয়ে থাকবানে!’
শীতের তিক্ত অভিজ্ঞতা এভাবেই ব্যক্ত করছিলেন ভ্যানচালক জহির উদ্দিন। ষাটোর্ধ্ব এই মানুষটির বাড়ি মাগুরা পৌর এলাকার ভিটাসইর গ্রামে।
তিনি আরও বলেন, ‘ঠান্ডায় মানুষ বাড়ি থেকেও বের হচ্ছেন কম, তাই ভাড়া হচ্ছে না। আইজ বোধয় বাড়ি ফিরতে হবে শুধু চাল কিনেই।’
শুধু জহির একাই নন। তাঁর মতন মাগুরার আরও অনেক শ্রমজীবি মানুষেরাও এই শীতে পড়েছেন বিপাকে। তাঁরাও তাঁদের শীতের অভিজ্ঞতা জানান জহিরের মতো করেই।
এদিকে মাগুরায় এক সপ্তাহ ধরে পড়েছে কনকনে শীত। কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। গতকাল শনিবারও রোদ দেখা মেলেনি। ফলে বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া নিম্নআয়ের মানুষেরা।
রিকশাচালক বাহার মিয়া বলেন, ‘গত এক সপ্তাহে আয় কমেছে অর্ধেক। মালিককে রিকশা ভাড়া ২০০ টাকা দিয়ে নিজের খরচের টাকা তেমন থাকছে না। শীত এতটাই পড়েছে যে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তাঁরাও আবার ঠান্ডা বাতাসের জন্য রিকশাতে তেমন উঠতে চাইছেন না। এখন পরিবার নিয়ে এই এক সপ্তাহ খুব টানাটানির মধ্যে আছি।’
মাগুরা জেলার পুরোনো গরম কাপড় ব্যবসায়ী সমিতিরা নেতা পটল মিয়া বলেন, ‘এ বছর শুরুর দিকে শীত তেমন পড়েনি। ফলে পুরোনো কাপড়ের যে চালান আমরা চট্টগ্রাম থেকে এনেছিলাম তা ডিসেম্বরেও বিক্রি হচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘তখন আমাদের প্রায় ৩০ জন ব্যবসায়ীদের মাথায় হাত। তবে জানুয়ারির এই শেষের দিকে বেশ শীত পড়েছে। এতে কিছুটা বেচা-বিক্রি চলছে। তবুও আশানুরূপ নয়। কারণ কদিন পরেই গরম পড়বে। তাই মানুষ হাতমোজা, পায়ের মোজা ও মাফলার ছাড়া অন্য কোনো শীতবস্ত্র কিনতে আগ্রহী না।’
মাগুরা ভায়না এলাকার সদর হাসপাতালে রোগী দেখতে এসেছেন রেহানা খাতুন। সঙ্গে তাঁর রয়েছে মেয়েও। কম্বল জড়িয়ে ভ্যানে করে এসেছেন সেই রাঘবদাউড় গ্রাম থেকে। তিনি বলেন, ‘আমার আত্মীয় দেখতি হাসপাতালে আলাম। ভাবছিলাম শহরে শীত কম হবি। কিন্তু এখানেও খুব শীতের প্রকোপ। অনেকেই হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন। যাগের বেশি সমস্যা তাঁরা রইছে। এই রোগী দেখতি আসার সময় ভ্যানে করে গায়ের কম্বল নিয়ে আইছি। এহন মেয়েরে নিয়ে বাড়ি ফিরে যাব।’
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সন্তানকে নিয়ে স্কুলে নতুন বই আনতে গিয়েছিলেন গোলাম হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার জন্য যে স্কুল বন্ধ করে দেছে তা আমার ভালো লাগছে। প্রচণ্ড শীতে বড়রাই টিকতে পারছে না। তার মধ্যে এই শীতে সকাল আটটায় উঠে বাচ্চারা স্কুলে গেলে অসুস্থ হয়ে যেত।’
নতুন বাজার এলাকার সেতুর ওপরে চানাচুর বিক্রেতা তাপস বলেন, ‘শীত কারও জন্য ভালো আবার আমার মতো দরিদ্র মানুষের জন্য খুব খারাপ। কেউ চানাচুর কিনছে না। ঠান্ডায় ভাজাপোড়া খালি নাকি পেটে সমস্যা হবে এই বলে চলে যাচ্ছে। কন তো, শীত কি আমার হাতের জিনিস!’
এদিকে মাগুরা জেলার সর্বত্র গত সাতদিন ধরে তীব্র শীত পড়ায় বিভিন্ন জায়গাতে ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ করা হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায় ছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও এসব কম্বল বিতরণ চলছে
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫