Ajker Patrika

চাকরিচ্যুতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ২৫
চাকরিচ্যুতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

বেতন বাড়ানোর দাবি করায় পরিবেশক প্রতিষ্ঠানে কর্মরত ১১ বিক্রয় প্রতিনিধিকে হঠাৎ করেই চাকরিচ্যুত করেছে কুষ্টিয়ার ভেড়ামারার ইসলাম স্টোর নামের এক পরিবেশক প্রতিষ্ঠান। গতকাল শনিবার সকালে চাকরিচ্যুতির বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। এর প্রতিবাদে বিক্রয় প্রতিনিধিরা ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভেড়ামারা শহরের রথপাড়ায় ইউনিলিভার পণ্যের পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স ইসলাম স্টোরে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা বেতন বাড়ানোর দাবি করেন। এরপরই ওই প্রতিষ্ঠানের ১১ বিক্রয় প্রতিনিধিকে হঠাৎ করেই চাকরিচ্যুত করা হয়।

এ সময় বিক্রয় প্রতিনিধিরা পরিবেশকের কাছে গত মাসের বেতনসহ আরও তিন মাসের বেতন দাবি করেন। বিষয়টি প্রতিষ্ঠান গুরুত্ব না দেওয়ায় তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল বিষয়টি মীমাংসা করেন।

এ বিষয়ে সিহাব নামের এক বিক্রয় প্রতিনিধি বলেন, ‘৭ বছর ধরে বেতন না বাড়িয়ে শুধু বিক্রির লক্ষ্য বাড়ানো হচ্ছে। এ অবস্থায় অপু ও জীবন নামের বিক্রয় প্রতিনিধি বেতন বৃদ্ধির কথা বললে মৌখিক ভাবে তাঁদের চাকরিচ্যুত করা হয়। আমরা সবাই এর প্রতিবাদ করলে একসঙ্গে ১১ জনকে চাকরিচ্যুত করা হয়। আমরা এর প্রতিবাদে গত মাসসহ আগামী তিন মাসের বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। পরে মেয়র সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করি।

মেসার্স ইসলাম স্টোরের ম্যানেজার হাফিজুর রহমান বলেন, ‘বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে পৌর মেয়র উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন। সেখানেই বিষয়টির সমাধান করা হবে বলে জানান তিনি।

মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ‘উভয় পক্ষকে নিয়ে বসা হবে। সমাধানের আশ্বাস পেয়ে বিক্রয় প্রতিনিধিরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত