Ajker Patrika

হিজলায় বেহাল সড়কে ভোগান্তি

মো. সেলিম রাড়ী, হিজলা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ০১
হিজলায় বেহাল সড়কে ভোগান্তি

হিজলা উপজেলার পুরোনো বন্দরে যাওয়ার একমাত্র সড়কটি খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।। গত ৫-৬ বছর ধরেই এটির এই অবস্থা। একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন চলাচল করতে পারে না। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের।

এই রাস্তাটি উপজেলার বরজালিয়া ইউনিয়নের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন দিয়ে যাওয়া রাস্তাটি পুরোনো হিজলা বন্দর যাওয়ার একমাত্র সড়ক। এই সড়কের এক কিলোমিটার অংশের দুই পাশে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন, আমির হোসেন নান্নু, বরজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদারসহ বেশ কয়েকজন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতা-কর্মীর বাসভবন।

বরজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার বলেন, ‘এই রাস্তা কার্পেটিং করার দায়িত্ব পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান নাভানা গ্রুপ এখন থেকে চলে গেছে শুনছি।’

এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘উপজেলা প্রকৌশলী দপ্তর বলতে পারবে কেন কাজ বন্ধ রয়েছে।’

তবে উপজেলা সহকারী প্রকৌশলী ওবায়েদুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত আছি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত