Ajker Patrika

সাবেক স্বামীর বিয়ে ঠেকাতে অনশন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩: ০৪
সাবেক স্বামীর বিয়ে ঠেকাতে অনশন

মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে পাঁচ দিন ধরে অনশন করছেন এক নারী। তিনি বাল্লা ইউনিয়নের রহম আলী দেওয়ানের (৫০) স্ত্রী। রহম ও ওই নারীর তিন মেয়ে আছে।

খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে বছরের ২০ এপ্রিল স্ত্রীকে মৌখিক তালাক দেন রহম আলী দেওয়ান। পরে ৬ মে পুনরায় তালাক নোটিশ পাঠান রহম। কিন্তু তালাক নোটিশটি গ্রহণ না করে ওই গৃহবধূ এলাকার লোকজনকে বিষয়টি মীমাংসার জন্য অবহিত করেন। তবে সে মীমাংসা আর হয়নি।

এদিকে গত সোমবার মধ্যরাতে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করার কথা ছিল রহম আলীর। ওই দিন তাঁর বাড়িতে হাজির হন তাঁর সাবেক স্ত্রী। এতে সে বিয়ে পণ্ড হয়ে গেলেও অনশন চালিয়ে যাচ্ছেন ওই নারী।

অনশনকারী নারী বলেন, ‘আমি আমার স্বামীর সংসার করতে চাই। আর্থিক বিষয় দেখিয়ে একতরফাভাবে আমাকে তালাক দিয়েছে। এলাকার কয়েকজন মাতবর বিষয়টি সমাধানে গড়িমসি করছে। মূলত তাদের কারণেই আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এখন তারা দ্বিতীয় বিয়ে করানোর জন্য আমার স্বামীর পেছনে লেগেছে।’

ওই নারী বলেন, ‘বিয়ের খবর পেয়েই আমি ওই বাড়িতে যাই। সেখানে সমাজের প্রভাবশালী আব্দুর রব, ইয়াকুব আলী, হাসমত আলীসহ আরও অনেকেই ছিল। তাঁরাই আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য নিয়ে গেছে। আমি যাওয়ার পরে বিয়ে বন্ধ করে আমার স্বামীকে ফেলে তাঁরা সবাই পালিয়ে যান।’

এ বিষয়ে স্থানীয় মাতব্বর জাফর আলী বলেন, ‘পার্শ্ববর্তী শিবালয় উপজেলায় ইউপি নির্বাচন ৩১ জানুয়াির। নির্বাচন শেষে উপজেলা চেয়ারম্যানসহ এটা নিয়ে আমরা বসব।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘অনশনের ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত