Ajker Patrika

‘মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সময় নেননি’

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
‘মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সময় নেননি’

একজন প্রতিমন্ত্রী অন্যায় করেছে আপনারা এর প্রতিবাদ করেছেন নানা মাধ্যমে। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে সময় নেননি। প্রধানমন্ত্রী চাইলেও সবকিছুতে ব্যবস্থা নিতে পারবেন না। তিনি একজন সাংসদ। তাঁকে সংসদ থেকে বাদ দিতে হলে সংসদের আইনানুযায়ী তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্পর্কে এসব কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় সুনামগঞ্জ শহরের পুরোনো জেলা রোডে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য নির্মিত নুরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেছেন।

এ সময় মন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বলেন, ‘একজন অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা জানাই। খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত। তাঁর বিদেশ যাওয়া না যাওয়া এসব আইনি বিষয়। এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সরকার চাইলেই অনেক কিছু করতে পারে না।’

মন্ত্রী এমএ মান্নান আরও বলেন, প্রতিবন্ধীদের এক সময় পরিবারের সমাজের ও রাষ্ট্রের বোঝা মনে করা হতো। এখন আর সেই দিন নেই, প্রতিবন্ধীদের শিক্ষা থাকলে সরকারের সব দপ্তরেই চাকরির সুযোগ রয়েছে। সকল শিশুদের ভালো আচরণ ও সমান অধিকার প্রদান সকলের দায়িত্ব। এদের মায়া মমতা দিয়ে শিক্ষা দিয়ে সমাজে স্থান করে দিতে হবে।

নুরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, নুরুল হক ভবনের দাতা ব্যবসায়ী জিয়াউল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত