Ajker Patrika

বোতাম টিপে ভোট দেবেন ১২ হাজার ভোটার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৩৭
বোতাম টিপে ভোট দেবেন ১২ হাজার ভোটার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক ইউনিয়নে প্রথমবারের মতো আগামীকাল ইভিএমে ভোটগ্রহণ হবে। এতে ওই ইউনিয়নের ১২ হাজার ভোটার বোতাম টিপে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিরামপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৬টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে এবং ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হবে। ওই ইউনিয়নে ভোটার রয়েছেন ১২ হাজার ৩৭ জন। এদের মধ্যে ৬ হাজার ১১৩ পুরুষ এবং ৫ হাজার ৯২৪ জন নারী ভোটার।

সরেজমিনে গতকাল দুপুরে মুকুন্দপুর বাজারে কথা হয় ষাটোর্ধ্ব আয়নাল আলীর সঙ্গে। তিনি বলেন, ‘বয়সতো কম হলোনা বাহে, সারা জীবন সিলমারে ভোট দিয়া আনো, এখন শুনচি মেশিনত টিপ দিবা নাগবি। হারা মূর্খসুর্খ মানুষ মেশিন টিপে হারা ভোট দিবা পারমু বাহে।’

সোহেল রানা নামে এক নতুন ভোটার বলেন, ‘জীবনে প্রথম ভোটই ইভিএমে, এটা ভেবেই অন্যরকম অনুভূতি হচ্ছে। ডিজিটালে ভোট দেব এটা ভালো কিন্তু বয়স্ক মানুষের জন্য প্রশিক্ষণের আয়োজন করলে ভালো হতো।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন বলেন, ‘বিরামপুর উপজেলায় সাতটি ইউনিয়নে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হবে। আমার বিশ্বাস প্রথম হলেও কোনো সমস্যা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত