নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ মামলা খারিজ হয়ে গেলেও গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুরে করা মামলাসহ মোট দুটি মামলা গ্রহণ করেছেন আদালত। আর নতুন করে বিভিন্ন জেলায় ৬টি মামলার আবেদন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর শাহবাগ থানায় ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।
ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে গতকাল দুপুরে মামলা করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ ফেরদাউস মানিক। জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতে এ মামলা করা হয়। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি।
একই অভিযোগে ১৯ ডিসেম্বর কুমিল্লায় মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলা করেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুল ইসলাম। কুমিল্লার ১ নং আমলি আদালতে এ মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিলেও কোনো আদেশ দেননি।
এদিকে দেশের আরও ৬ জেলায় নতুন করে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রোকনুজ্জামান খান। বিচারক আহম্মদ শারমিন জবানবন্দি গ্রহণ করে ৪ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন।
একই দিনে মুরাদ ও নাহিদের বিরুদ্ধে নীলফামারীর আদালতে মামলার আবেদন করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। এদিন মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ঠাকুরগাঁও আদালতেও। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনতাজুল হক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার এই আবেদন করেন।
এর আগে ২০ ডিসেম্বর মুরাদসহ দুজনের বিরুদ্ধে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন। এ ছাড়াও খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এদিন সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে যশোর এবং জয়পুরহাটের আদালতেও মামলার আবেদন করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ মামলা খারিজ হয়ে গেলেও গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুরে করা মামলাসহ মোট দুটি মামলা গ্রহণ করেছেন আদালত। আর নতুন করে বিভিন্ন জেলায় ৬টি মামলার আবেদন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর শাহবাগ থানায় ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।
ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে গতকাল দুপুরে মামলা করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ ফেরদাউস মানিক। জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতে এ মামলা করা হয়। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি।
একই অভিযোগে ১৯ ডিসেম্বর কুমিল্লায় মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলা করেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুল ইসলাম। কুমিল্লার ১ নং আমলি আদালতে এ মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিলেও কোনো আদেশ দেননি।
এদিকে দেশের আরও ৬ জেলায় নতুন করে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রোকনুজ্জামান খান। বিচারক আহম্মদ শারমিন জবানবন্দি গ্রহণ করে ৪ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন।
একই দিনে মুরাদ ও নাহিদের বিরুদ্ধে নীলফামারীর আদালতে মামলার আবেদন করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। এদিন মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ঠাকুরগাঁও আদালতেও। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনতাজুল হক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার এই আবেদন করেন।
এর আগে ২০ ডিসেম্বর মুরাদসহ দুজনের বিরুদ্ধে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন। এ ছাড়াও খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এদিন সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে যশোর এবং জয়পুরহাটের আদালতেও মামলার আবেদন করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪