Ajker Patrika

সম্বন্ধীর বহিষ্কার চাইলেন মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২: ০৭
সম্বন্ধীর বহিষ্কার চাইলেন মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে তাঁর সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) ডা. এ কে এম জাফর উল্যাহকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী আসন নোয়াখালী-৫ থেকে প্রার্থী হতে চেয়ে পোস্টারিং করায় তাঁর বহিষ্কার দাবি করেন তিনি।

গতকাল বুধবার নিজ ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে এ দাবি জানিয়ে মেয়র কাদের মির্জা নিজ সম্বন্ধীকে জাসদের লোক ও এমপি একরামের এজেন্ডা বাস্তবায়নকারী বলে আখ্যা দেন।

একেএম জাফর উল্যাহ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক। বর্তমানে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। সম্প্রতি তিনি নববর্ষের শুভেচ্ছা সংবলিত একটি শুভেচ্ছা পোস্টার ওবায়দুল কাদেরের নিজ এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে।

পোস্টারে লেখা আছে, ‘আগামী ২০২৩ সালের সংসদ নির্বাচনে অবহেলিত ও বঞ্চিত কবিরহাট এবং কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়ন এবং শান্তির আবহ সৃষ্টির লক্ষ্যে নোয়াখালী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেতে চাই। ডা. এ কে এম জাফর উল্যাহ (কাশেম) ভাই আপনাদের দোয়া ও সমর্থনপ্রত্যাশী।’

‘নোয়াখালী-৫ নির্বাচনী এলাকাবাসীর পক্ষে’ পোস্টার সাঁটানো হলেও এটি ডা. এ কে এম জাফর উল্যাহ কাসেম তা নিজেই করিয়েছেন বলে এলাকায় আলোচনা রয়েছে।

এ প্রসঙ্গে জাফর উল্যাহ বলেন, রাজনীতিতে আত্মীয়স্বজন বলতে কিছু নাই। আমি নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের প্রার্থী হওয়ার জন্য মনস্থির করেছি। বিগত জেলা পরিষদ নির্বাচনে যারা আমার বিজয় ঠেকিয়েছিল তারা তো তখন ভাবেনি আমি তাঁদের আত্মীয়। তখন তারা আমার বিজয় ঠেকালেও এবার সংসদ নির্বাচনে আমার প্রার্থিতা ঠেকাতে পারবে না।’

কাদের মির্জা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাঁর বহিষ্কার দাবি করেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ডাক্তার জাফর উল্লাহ জাসদের ও একরামের এজেন্ডা বাস্তবায়নকারী। দুর্নীতিবাজ, যার বিরুদ্ধে দুদকে মামলা আছে, সে আজকে নোয়াখালী-৫ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের সাহেবের সম্মান নষ্ট করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কলঙ্কিত করছে। তাকে অনতিবিলম্বে নোয়াখালী জেলা আওয়ামী লীগের থেকে বহিষ্কার করা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...