Ajker Patrika

খালেদার জন্য দোয়া অনুষ্ঠানে পুলিশি বাধা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৫
খালেদার জন্য দোয়া অনুষ্ঠানে পুলিশি বাধা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পুলিশি বাধায় পণ্ড হওয়ার অভিযোগ করেছেন নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার চাতলপাড় ইউনিয়নের জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। পরে পুলিশি বাধায় স্থানীয় দারুস সাহাবা আল ইসলামিয়া মাদ্রাসায় সংক্ষিপ্ত পরিসরে দোয়া অনুষ্ঠান হয়। তবে চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ এ অভিযোগ অস্বীকার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনের পূর্বে স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে অনুষ্ঠানের মৌখিক অনুমতি নেওয়া হয়। পরবর্তীতে অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে পুলিশ এসে বাধা দিলে তাদের এ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে স্থানীয় দারুস সাহাবা আল ইসলামিয়া মাদ্রাসায় সংক্ষিপ্ত পরিসরে দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাতলপাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অহিদুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছোহরাব খান, প্রচার সম্পাদক ছোয়াব মিয়া, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসিন পাঠান, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. শরীফ উদ্দিনসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী।

জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের উপদেষ্টা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে চাতলপাড় কলেজ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু পুলিশের বাধায় আমরা অনুষ্ঠান করতে পারিনি।’

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘পুলিশের বাধায় এ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ‘বিএনপির কোন অনুষ্ঠানের বিষয়ে আমার জানা নেই। তবে বিএনপির অনুষ্ঠান পুলিশি বাধায় পণ্ড হয়েছে তা ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত