Ajker Patrika

সেচ বন্ধ রাখার সত্যতা পেয়েছে পাউবো

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫: ৫০
সেচ বন্ধ রাখার সত্যতা  পেয়েছে পাউবো

ঝিকরগাছায় গভীর নলকূপ বসানো নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ রাখায় বোরোখেত ফেটে চৌচির হয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা।

যশোর অঞ্চলের সেচ (ক্ষুদ্র) বিভাগের সহকারী পরিচালক জাকির হোসেন গত রোববার সরেজমিনে যান। এ সময় তিনি ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে সেচ বন্ধ রাখার ঘটনার সত্যতা পান।

যশোর সদর উপজেলার ছোট মেঘলা গ্রাম-সংলগ্ন ঝিকরগাছার মল্লিকপুর গ্রামে নলকূপ বসানো নিয়ে দ্বন্দ্বে ওই এলাকায় সেচের পানি বন্ধ রাখায় বোরোখেত পানির অভাবে শুকিয়ে চৌচির হয়। এ নিয়ে গত ২০ মার্চ আজকের পত্রিকায় ‘সেচের অভাবে বোরোখেতে ফেটে চৌচির, বিপাকে কৃষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ দিকে সেচ বন্ধ রাখার বিষয়ে প্রতিবেদন করায় অভিযুক্ত সাইফুজ্জামান গতকাল সোমবার এই প্রতিবেদককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন। সাইফুজামান বলেন, ‘আমার গ্রামেও সাংবাদিক আছে। তোমার মাতব্বরি করার কী দরকার! তুমি এ নিউজ করেছ কেন? তোমার বিরুদ্ধেও মামলা করব।’

স্থানীয়রা জানান, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের ওলিউল্লাহর ছেলে সাইফুজ্জামান এলাকায় একজন ‘মামলাবাজ’ নামে পরিচিত। তাঁর মামলাতেই ঝিকরগাছা পৌরসভায় দীর্ঘ ২১ বছর নির্বাচন বন্ধ ছিল।

সরেজমিন পরিদর্শন করা যশোর অঞ্চলের সেচ (ক্ষুদ্র) বিভাগের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘প্রকাশিত সংবাদের সত্যতা জানতে ওই অঞ্চলে গিয়েছিলাম। আমরা সেচ বন্ধ রাখার সত্যতা পেয়েছি।’

জাকির হোসেন বলেন, ‘তবে পানির অভাবে চৌচির হওয়া ধানের জমিগুলো অভিযুক্ত সেচ মালিক সাইফুজ্জামানের আওতায় নয়। অথচ তাঁর (সাইফুজ্জামান) মামলায় ওই অঞ্চলের অপর একটি সেচ লাইসেন্স স্থগিত করেছেন আদালত। স্থগিত হওয়া লাইসেন্সটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।’

সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের আব্দুর রহিম ভুট্টো বলেন, ‘গত ত্রিশ বছর ধরে এলাকার বিভিন্ন অসহায় কৃষকদের বিরুদ্ধে মামলা করে চলেছেন সাইফুজ্জামান। সেচ সংক্রান্ত বিষয় নিয়ে সাইফুজ্জামান ছোট মেঘলার আব্দুল গফুর, সবুজ, রাজু, আক্তারুল, সাগর, শহিদুল ইসলাম, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, আব্দুর সাত্তার, লাউজানি গ্রামের নূর ইসলাম, রবিউল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত